নিজস্ব সংবাদদাতা- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের রাজনৈতিক পরিমণ্ডলে কী ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে? প্রশ্নটা উঠেই গেল। গত ২১ ফেব্রুয়ারি গুজরাটের ৬ টি মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের ভোট গণনা হয় আজ। গণনার শুরু থেকেই বিজেপি এগিয়ে ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ফল হল সুরাটে। এই মিউনিসিপাল কর্পোরেশন দখল বিজেপির কাছে গেলেও এখানের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
সুরাট মিউনিসিপাল কর্পোরেশনের ১২০ টি আসনের মধ্যে ৯৩ টি আসনে জয়লাভ করে বিজেপি বোর্ড গঠন করতে চলেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আপ ২৭ টি ওয়ার্ডে জয় লাভ করে সুরাট কর্পোরেশনের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। সবচেয়ে অবাক করা বিষয় হল গুজরাটের প্রধান বিরোধী দল কংগ্রেস সুরাটের একটিও ওয়ার্ডে জয়লাভ করতে পারেনি।
সুরাট কর্পোরেশনের ভোটের ফলে দেখা গিয়েছে যে ২৭ টি আসনে আপ প্রার্থীরা জয়লাভ করেছে সেখানে তাদের বেশিরভাগই ১০,০০০ থেকে ২০,০০০ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীদের হারিয়েছে। পৌরসভা নির্বাচন হলেও এই ভোটের ফলাফল বিশ্লেষণ করে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গুজরাটের রাজনীতিতে বিরোধী পরিসর কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে আপ। বিরোধী শিবিরের ভোটাররা সম্ভবত কংগ্রেসের ব্যর্থতার কারণেই নতুন বিকল্প খুঁজে নিয়েছেন।
আপের এই অভাবনীয় সাফল্যের ফলে আগামী ২৬ ফেব্রুয়ারি সুরাটে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ওই দিন তিনি রোড শো করবেন। আপের পক্ষ থেকে সুরাট বাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করে বলা হয়েছে, “গুজরাট বাসীকে ধন্যবাদ, তারা বিকল্প রাজনীতি বেছে নিল বলে।”
প্রসঙ্গত গুজরাট রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে আছেন একসময়ের আলোড়ন ফেলে দেওয়া পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। তিনি রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি হওয়া সত্ত্বেও প্যাটেলদের গড় বলে পরিচিত সুরাটে কি করে কংগ্রেসের ফলাফল এতটা খারাপ হল তা ভেবে পাচ্ছেন না দলীয় নেতারা। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই ফলাফল ভালোভাবে বিশ্লেষণ করে দেখে তবেই কোনো মন্তব্য করবে।