আরও একবার ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সমগ্র বাঙালিকে তিনি আশ্বস্ত করলেন একটা সুখবরের মাধ্যমে। তাঁর মধ্যস্থতায় ইমামি গ্রুপ ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে রাজি হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ” বাঙালির এক অন্যতম ঐতিহ্য ইস্টবেঙ্গল – মোহনবাগানের এই প্রতিদ্বন্দ্বিতা।
তাই শুধু মোহনবাগান নয়, ইস্টবেঙ্গলও ইমামি গ্রুপের হাত ধরে অংশ নেবে আইএসএলে। এর আগেও শ্রী সিমেন্টের সাথে কথা বলে পাকা কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। তবে বছর দুয়েকের মধ্যেই সেই সম্পর্কে ফাটল ধরে এবং তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
গত এপ্রিলেই গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলে দুই পক্ষ। তার পরবর্তীতে বিনিয়োগকারী হিসেবে অনেকের নাম উঠে আসছিল। প্রথমে বাংলাদেশের বসুন্ধরা তারপর ম্যানচেস্টার ইউনাইটেড। মহারাজ নিজেই এই জল্পনা উস্কে দিয়েছিলেন। সেই জল্পনার রেশ কাটার আগেই হয় মুখ্যমন্ত্রীর গ্র্যান্ড এন্ট্রি। তিনি অবশেষে গাঁটছড়া বেঁধে দেন ইমামি এবং ইস্টবেঙ্গলের।