নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তাপ ভরা বসন্তেও ঘাম ঝরাচ্ছে রাজনৈতিক মহলের। যত দিন এগিয়ে আসছে, রাজনৈতিক আক্রমণ প্রতি-আক্রমণে ততই উত্তেজিত হয়ে উঠছে ভোট পূর্ববর্তী বাংলা। উত্তাপের সেই আবহেই এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

সন্ধ্যার পর পা টললে ভোটের কাজ করা যাবে না, এদিন এক দলীয় প্রচার সভা থেকে এমনটাই মন্তব্য করেছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়। ভোটের মুখে সাম্প্রতিক আবহে তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। ঠিক কার উদ্দেশ্যে এই ধরণের উপদেশ দিলেন বর্ষীয়ান ঘাসফুল নেতা? এ কি দলীয় কোন্দলের বিরুদ্ধেই তাঁর শাসন? উঠেছে প্রশ্ন।

এদিন বাগুইআটিতে রাজারহাট-গোপালপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির সমর্থনে ঘাসফুল শিবিরের তরফে একটি সভার আয়োজন করা হয়। সৌগত রায় ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সুজিত বসু এবং অন্যান্য জেলা নেতৃত্ব। কর্মীদের কাজের প্রসঙ্গ টেনে স্থানীয় নেতৃত্বের উদ্দেশ্যে এই উপদেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, “সন্ধের পর যাঁদের পা টলমল করে, তাঁদের নির্বাচনের কাজ থেকে দূরে রাখুন।” বস্তুত, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে অন্তর্দ্বন্দ্ব এখন আর চাপা নেই। দলীয় নেতা কর্মীদের পদত্যাগ কিংবা দলত্যাগ ছাড়াও প্রকাশ্যে এসেছে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ।

এমতাবস্থায় দলের স্থানীয় কর্মীদের উদ্দেশ্যে সৌগত রায় বলেন, “ক্ষত মেরামত করতে গেলে সবকিছু ভুলে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে নেতা এবং কর্মীদের।” উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে রাজারহাট কেন্দ্রে শাসকদলের চেয়ে বিজেপি এগিয়ে ছিল বেশ খানিকটা। সেই জায়গা থেকে দলের হাল ধরতে শীর্ষ নেতৃত্ব যে নড়ে চড়ে বসেছে দিন দিন সামনে আসছে তার দৃষ্টান্ত।