স্বস্তিকা বরাবরই ঠোঁট কাঁটা স্বভাবের, সোজা কথা স্পষ্ট ভাবে বলতেই ভালোবাসে, ঠিক কে ঠিক আর ভুল কে ভুল বলার সাহস তার আছে। ডাকাবুকো স্বভাবের এই অভিনেত্রী যে কোন চরিত্রে ধরা দেয় ভিন্ন আঙ্গিকে। বরাবরই নিত‍্যনতুন ভাবে সকলের কাছে নিজেকে তুলে ধরতেই পছন্দ করে, যাতে দর্শক তাকে তার প্রতিটি অ্যাঙ্গেল দিয়ে সমানভাবে চিনতে পারে। অভিনয় জগতে সে সর্বদাই ভার্সাটাইল। এক সিনেমার থেকে অন্য সিনেমাতে অভিনয়ের দক্ষতার রেশ্মীয় সে নিজেই ভেঙে দেয় । যে কোন কাজে নজর কারা অভিনয়ের দ্বারা সকলকে মুগ্ধ করার ক্ষমতা রাখে । এই সকলের পিছনে কিন্তু তার একটি মোটিভেশনাল মন্ত্র আছে যেটা তার বাবার থেকে পাওয়া। তার বাবা তাকে একটাই কথা বলেছে ‘ নাচতে নেমেছ যদি ঘোমটা টানার থাকে তবে নাচতেই নেবই না’। এই মন্ত্রের জোরেই আজ স্বস্তিকা চ্যাটার্জি অভিনেত্রী হিসেবে বলিউড, টলিউড, ওয়েবসিরিজে দাপিয়ে বেড়াচ্ছে।

IMG 20201013 230742

সস্তিকা মুখার্জীর জীবনে সেরা ১০টি কাজ যা সত্যি

মানুষের মনে দাগ কেটে গেছে

IMG 20201013 230545

১) হেমন্তের পাখি

IMG 20201013 231234
সৌজন্যঃ M.ww2.mediatly.com

২০০৩ সালে উর্মী চক্রবর্তী সম্পূর্ন আলাদা আঙ্গিকের একটি সিনেমা তৈরি করেন, এই ঘটনা প্রতি বাড়িতে প্রায় আকছাড় ঘটেই থাকে, কিন্ত সিনেমার মধ্যম্যে যে দৃশ্যপট তুলে ধরা হয়েছে তা সত্যি প্রশংসানীয়। প্রথম সিনেমার জগতে পদার্পন করে স্বস্তিকা মুখার্জির অভিনয় সত্যি নজর কারার মতো।

২) জাতিস্বর

IMG 20201013 WA0010
সৌজন্যঃ Imdb.com


২০১৪ সালে সৃজিত মুখার্জির পরিচালনায় প্রসেনজিত , যীশু ও আবিরের বিপরীতে তাক লাগানোর মতো অভিনয় করেন তিনি। ইহ জন্ম ও পর জন্ম উভয় কালেই তিনি যে ভাবে আলদা আলাদা রূপে ও অভিনয়ে ধরা দিয়েছিল আজও সকলের মনে সেই অভিনয় বিশেষ জায়গা করে রেখেছে।

৩) সাহেব বিবি গোলাম

IMG 20201013 WA0011
সৌজন্যঃ Ibtn9.com


২০১৬ সালে প্রতিম ডি গুপ্ত পরিচালিত সাহেব বিবি গোলাম একটি থ্রিলার জাতীয় সিনেমা। যার মধ্যে রয়েছে পদে পদে রোমাঞ্চ, আবার অন্য দিকে রয়েছে একটি মধ্যবিত্ত গার্হস্থ বাড়ির গৃহবধূর যৌনকর্মী হয়ে ওঠার গল্প । আর একজন গৃহবধুর যৌনকর্মী তে পরিনত হওয়ার যে রূপান্তর তা তার দক্ষ অভিনয়ে বাস্তবতায় রূপ দান করেছে।

৪) সাহজান রেজেন্সি

IMG 20201013 WA0013
সৌজন্যঃ Imdb.com


শাহাজান রেজেন্সি তে স্বস্তিকার চরিত্র ভীষণ ডিগনিইফায়েড চরিত্র। তিনি এখানে নিজেকে হস্টেস হিসেবে তুলে ধরেছেন ঠিকই কিন্তু তার সাথে এখানে সম্পূর্ন আলাদা প্রতিভারও প্রতিফলন ঘটিয়েছ, এখানে তার চরিত্রের নাম কমলিনী, সকলে তার কাছে শুধু যৌন চাহিদা মেতাতেই আসে না, তার মগজের জন্যও আসে। নেরুদা থেকে স্টকমার্কেট কিংবা খেলোয়াড় সবকিছু তার নখদর্পনে।

৫) দিল বেচারা

IMG 20201013 WA0009
সৌজন্যঃ Republicworld.com


চলতি বছরে ডিসনি প্লাস হটস্টারে মুখেশ ছাবড়ার পরিচালনায় দিল বেচারাতে বাঙ্গালী মায়ের চরিত্রে অভিনয় করেছে। অসাধরন ছিল তার অভিনয়ের পারদর্শীতা। প্রতিটি বাঙ্গালী পরিবারে মেয়ের প্রেমিককে যেভাবে সন্দেহের তিরে রেখে জেরা করা হয় সেই ভাবে সুশান্তকে জেরা করতে দেখা গেছে। তার মধ্যে আপাদমস্তক বাঙ্গালী মায়ের প্রতিচ্ছবি উঠে এসেছে। স্নেহ মমতা দিয়ে সর্বক্ষন সন্তানকে আগলে রাখার জন্য যে মাতৃত্বের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে তা সত্যি প্রশংসনীয়।

৬) ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী

IMG 20201013 WA0016
সৌজন্যঃ Koimoi.com


২০১৫ সালে আদিত্য চোপড়ার প্রযোজনায় অ্যাকশন-থ্রিলার মিশ্রিত রোমাঞ্চ রসে ভরপুর্ন সিনেমা ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সুশান্ত সিং রাজপুতের সাথে স্ক্রিন শেয়ার করেন স্বস্তিকা। মুখ্য ভূমিকায় তার অভিনয় প্রশংসা অর্জন করতে সক্ষম। সিনেমাটি ১৯৪২ সালের যুদ্ধবিধ্বস্ত কলকাতার প্রেক্ষাপটে নির্মিত। এখনে স্বস্তিকা নিজেকে যে পর্যায়ে লাস্যময়ী, মহময়ী রূপে তুলে ধরেছে তা দেখলে যে কেউ তার প্রেমে পরতে বাধ্য।

৭) দ্যা স্টোনম্যান মার্ডার

IMG 20201013 WA0014
সৌজন্যঃ Mxplayer.com


২০১৯ সালের ও টি টি প্ল্যল্টফর্ম হইচইয়ে মুক্তিপ্রাপ্ত ওয়েবসিরিজ। এটিও সম্পুর্ন থ্রিলার ভিত্তিক ওয়েব সিরিজ। পাথর ব্যবহার করে পরিকল্পিতস্বরূপ খুন করা হচ্ছে কলকাতা মুম্বাইয়ের বেশ কয়েকজনকে। সেই খুনের রহস্য উদঘাটনের জন্য সে সূত্র ধরে সমাধানের পথে অগ্রসর হয়।

৮) কৃষ্ণকান্তের উইল

IMG 20201013 WA0008
সৌজন্যঃ Jiocunema.com


২০০৭ সালে রাজা সেনের পরিচালনায় কৃষ্ণকান্তের উইল মুক্তি পায়। এই সিনেমায় জিতের সাথে স্ক্রিন শেয়ার করেন তিনি। সম্পুর্ন অন্য ভঙ্গিমায় আবির্ভাব হয় স্বস্তিকার। পুরান জমিদার আমলের সাজসজ্জায় মোহময়ী হয়ে উঠতে দেখা গেছে তাকে।

৯) তাসের ঘর

IMG 20201013 WA0012
সৌজন্যঃ Kolkatatv.org


সম্প্রতি হইচইয়ে মুক্তিপ্রাপ্ত সিনেমা তাসের ঘর। গৃহকর্মে নিপুণা আবার বাইরের জগতকে জানার অদ্যম ইচ্ছা। নিজ জীবন আর তার চারপাশের ঘেরাটোপের মধ্যে আবদ্ধ জীবন। সেই ঘেরাটপ থেকে মুক্তির উপায়ের পথ বেঁছে নেওয়াই এই সিনেমার মূল বিষয়বস্তু।

১০) আমি আর আমার গার্লফ্রেন্ড

IMG 20201013 WA0022
সৌজন্যঃ Pinterest.com


২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র আমি আর আমার গার্লফ্রেন্ডস। স্বস্তিকা, পার্ণো মিত্র, রাইমা সেন এই তিন বন্ধুকে ঘিরেই গোটা চিত্রনাট্য। তিন বাঙ্গালী মেয়ের বন্ধুত্ব ও তাঁদের নিজস্ব জগতের মধ্যে এইএ সিনেমার গল্প আবর্তিত হয়েছে।

স্বস্তিকা মুখার্জি এমন একটি নাম যাকে টলি পাড়া থেকে বলি পাড়া সকলেই চেনে । তার অভিনয় দক্ষতা এতই প্রক্ষর যে কোন অভিনয়কে জ্যন্ত করতে পারে। এই ১০ টি ছবিও ঠিক তাই। অসাধারন অভিনয় পারদর্শী এই অভিনেত্রীর এই ১০টি সিনেমা যদি মিস করে যান তাহলে সত্যি পস্তাবেন। তাই যেই সিনেমাটি বাকি রইল সেটা শীগ্রই দেখে ফেলুন। আর যারা স্বস্তিকার সবকটি সিনেমা দেখেছেন তারা জানান কোন্টি আপনাদের সবচাইতে পছন্দ হয়েছে।