নিজস্ব সংবাদদাতা- শেষ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকালেই অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল আজই ছুটি দেওয়া হচ্ছে প্রিন্স অফ ক্যালকাটাকে।প্রসঙ্গত দ্বিতীয়বারে হাসপাতলে ভর্তি হ‌ওয়ার চারদিন পর তিনি ছুটি পেলেন। এর মধ্যে তার বুকে আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তিনি আপাতত সম্পূর্ণ সুস্থ আছেন, এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে সৌরভকে বেশ কিছুদিন বাড়িতে থাকতে হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে ওঠায় তার অনুরাগীরা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। গত এক মাসের মধ্যে পরপর দুবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এর আগে মাইল্ড স্ট্রোক হ‌ওয়ায় তার পরিবার তৎক্ষণাৎ উডল্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছিল। কিন্তু ২৭ জানুয়ারি দুপুরের দিকে আবার বুকে ব্যথা হতে শুরু করায় তাকে বাইপাসের অ্যাপোলো গ্লেনঈগলস হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেদিনই জানিয়েছিলেন ধমনীর বাকি দুটি ব্লকেজের জন্যই বুকে ব্যথা হচ্ছে।

প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠির তত্ত্বাবধানে আফতাব খান, সপ্তর্ষি বসুর মতো শহরের পরিচিত কার্ডিয়লজিস্টরা তার দুটি ধ্বমনীর ব্লকেজ সরিয়ে স্টেন্ট বসিয়ে দেন। হাসপাতাল সূত্রে বিবৃতি দিয়ে আজ সকালে বলা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্র আগের থেকে অনেক ভালো আছে। এমনকি হৃদপিণ্ডের রক্ত পাম্প করার যে ক্ষমতা তাও আগের মতোই সক্ষম বলে জানানো হয়।

সূত্র মারফত জানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি ফিরে যাবার পর মোটামুটি স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন। এই মুহূর্তে তাকে বাইরে বেরোতে নিষেধ করা হলেও, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিসিআইয়ের বৈঠকে যোগদান করার বিষয়ে চিকিৎসকরা অনুমতি দিয়েছেন। দ্বিতীয়বার হাসপাতলে ভর্তি হওয়ার আগে বাড়িতে বসেই বিসিসিআইয়ের এক্সিকিউটিভ কমিটির বেশ কিছু বৈঠকে অংশগ্রহণ করেন তিনি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে নামার নিয়ে অনেক জল্পনা শুরু হলেও গত এক মাসের মধ্যে তার শরীরে তিনটি স্টেন্ট বসার ফলে তিনি সম্ভবত এই মুহূর্তেই রাজনীতিতে আসছেন না বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। তার পরিবারেরও অনেকেই চান না সৌরভ রাজনীতিতে আসুন।