নিজস্ব সংবাদদাতা : আবার রাজ্য সফরে আসতে চলেছেন অমিত শাহ। গত মাসের শেষে তার পশ্চিমবঙ্গ সফরের কথা থাকলেও দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটায় তিনি সেই মুহূর্তে আসতে পারেননি। তারপর সংসদের অধিবেশন শুরু হয়ে যায়। আপাতত জানা গিয়েছে অমিত শাহের এই সফরে কোচবিহারে যাবেন। সেখানে তিনি বিজেপির উত্তরবঙ্গ জোনের পরিবর্তন যাত্রা রথের সূচনা করবেন।
বিজেপির অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফর সম্পূর্ণভাবে রাজনৈতিক। এই সফরে তিনি কোনো সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। কোচবিহারের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরেও সভা করতে পারেন বলেও খবর। প্রসঙ্গত গত মাসে অমিত শাহর রাজ্য সফর বাতিল হওয়ায় ঠাকুরনগরের যে সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল তা শেষ মুহূর্তে বাতিল করে দিতে হয়। এই নিয়ে মতুয়া সমাজের মধ্যে যেমন ক্ষোভের সৃষ্টি হয়েছে তেমনি সুযোগ নেওয়ার জন্য মাঠে নেমে পড়ে তৃণমূল।
আগামী ১১ ফেব্রুয়ারি কোচবিহারে রাজপরিবারের কুল দেবতা মদনমোহন মন্দিরে প্রথমে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর তিনি পরিবর্তন যাত্রা রথের সূচনা করবেন। প্রথমে ঠিক হয়েছিল ৮ ফেব্রুয়ারি কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ, যদিও পরে সেই দিন পিছিয়ে ১১ তারিখ করা হয়।
অমিত শাহর এই রাজ্য সফরকে নানা দিক থেকে গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। অনেকের মতে ১১ তারিখের আগেই এ রাজ্যের ভোট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। তবে প্রধানমন্ত্রী রাজ্যে আসার পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের উদ্দেশ্যে বিজেপির একেবারে শীর্ষ স্তরের নেতারা ঝাঁপিয়ে পড়তে চলেছেন। বিজেপির অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে এবারের রাজ্য সফরে এসে নির্বাচনের আগে শেষ সাংগঠনিক বৈঠক করতে পারেন অমিত শাহ। সে ক্ষেত্রে তিনি অবশ্যই আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির সম্ভাবনা কতটা তা বুঝে নেওয়ার চেষ্টা করবেন।
এদিকে শাহের রাজ্য সফরের প্রচার করতে আজ কোচবিহার শহরে সাইকেল মিছিল বের করে স্থানীয় বিজেপির নেতৃত্ব। তারা সাইকেলে করে ঘুরে ঘুরে পরিবর্তন যাত্রা কর্মসূচির প্রচার করেন।