নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির জল যে এখনও অনেক দূর গড়ানো বাকি, যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে সেই ইঙ্গিত। গত কয়েক মাসে রাজ্যে ভোট পূর্ববর্তী আবহে কম আলোড়ন দেখে নি বাংলা। দলবদল থেকে শুরু করে পদত্যাগ, এমনকি তৈরি হয়েছে নতুন দলও। সেই রাজনৈতিক চাপানউতোরের পরিস্থিতিতেই এবার যুক্ত হল নতুন জল্পনা।

আব্বাস
the week

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং ক্রমশ শক্তি বৃদ্ধি করে চলা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে আগেই জোট বেঁধেছিল বাম-কংগ্রেস। পাশাপাশি একুশের ভোটের আগে বাংলায় সংখ্যালঘু প্রাধান্যের স্বার্থে নতুন দল গড়ে তুলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীও। মুসলিম প্রধান সেই দলের সঙ্গেই এবার জোটের ইঙ্গিত দিলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। সিদ্দিকীর দলের জন্য সিপিআইএম তাঁদের দরজা খুলে রেখেছে, এদিন এমনটাই জানালেন তিনি।

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রায়গঞ্জের প্রাক্তন সাংসদ জানান, আব্বাস সিদ্দিকীর নতুন দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (ISF) তরফ থেকে যদি সিপিআইএমের কাছে জোটের প্রস্তাব আসে, তবে তা নিয়ে দল ভেবে দেখবে। কিন্তু আব্বাস সিদ্দিকীর দল কি সাম্প্রদায়িক? সেই প্রশ্নের জবাবও দিয়েছেন সিপিআইএম নেতা। তাঁর কথায়, “এই দল সাম্প্রদায়িক নয়। বরং এই নতুন দল সমাজের সংখ্যালঘু তথা প্রান্তিক মানুষের জন্য কাজ করবে।”

18 30 07 images
Hindustan times

আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটে আগ্রহী হলেও আসাদউদ্দিন ওয়েসির মিমের সঙ্গে অবশ্য হাত মেলাতে নারাজ মহম্মদ সেলিম, এদিন তাঁর কথায় স্পষ্ট হয়েছে তাও। তিনি জানিয়েছেন, সিদ্দিকীর নতুন দলের সঙ্গে আপন সমঝোতায় যাওয়ার বিষয়ে তাঁরা আলোচনা চালাচ্ছেন।

এদিকে নতুন দল ঘোষণা করে আব্বাস সিদ্দিকী ধর্মনিরপেক্ষতার সঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন। সেই সঙ্গে বিজেপি এবং তৃণমূল ছাড়া বাকি যে কোনো দলের সঙ্গেই সমঝোতায় যেতে তৈরি তিনি, জানিয়েছেন সে কথাও। তিনি বলেছেন মূলত আদিবাসী এবং তফশিলি-নিম্নবর্গের হিন্দুদের উন্নয়নই তাঁর লক্ষ্য। এর মাঝেই বাম নেতার মন্তব্যে নতুন জোট নিয়ে শুরু হয়েছে জল্পনা।