নিজস্ব সংবাদদাতা- এবারের অস্ট্রেলিয়া সফর টিম ইন্ডিয়ার কাছে যেন বদ্ধভূমি। একের পর এক ক্রিকেটার ইতিমধ্যেই চোট পেয়ে ছিটকে গিয়েছে।‌ আজ থেকে শুরু হওয়া শেষ তথা চতুর্থ টেস্টে একেবারে আনকোরা বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে বাধ্য হয় ভারতীয় দল। এদিকে ম্যাচের ৩৬ ওভারের পঞ্চম বলে চোট পেয়ে নবদ্বীপ সাইনি মাঠ ছাড়ায় আতঙ্ক তৈরি হয়েছে ভারতীয় শিবিরে।

এই টেস্টে বাধ্য হয়ে একই সঙ্গে দুজন খেলোয়াড়ের অভিষেক ঘটালো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বাঁহাতি পেসার টি নটরাজনের পাশাপাশি অভিষেক হল স্পিন-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের। নটরাজন খেলছেন জসপ্রীত বুমরার জায়গায়। রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত খেলতে না পারায় তার জায়গায় সুযোগ পেলেন ওয়াশিংটন সুন্দর। এই অস্ট্রেলিয়া সফরেই টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছে টি নটরাজনের। তিনি নেট বোলার হিসাবে টেস্ট টিমের সঙ্গে ছিলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় ভারতীয় দল বাধ্য হয় এই নেট বোলারকে খেলাতে।

ওয়াশিংটন সুন্দর এর আগে ভারতের হয়ে ২৬ টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সেইসঙ্গে ১ টা ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম সুযোগ পেলেন টেস্টে। আজ থেকে শুরু হওয়া চতুর্থ তথা ব্রিসবেন টেস্টে ভারতীয় বোলিং আক্রমণের টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা- ৪! এই সিরিজে অভিষেক হওয়ার পর মহম্মদ সিরাজ দুটি টেস্ট খেলেছেন। এছাড়া শার্দুল ঠাকুর এবং নবদীপ সাইনির একটি করে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে।

এরকম এত কম অভিজ্ঞতাসম্পন্ন বোলিং আক্রমণ নিয়ে এর আগে ভারতীয় দল কখনো টেস্ট খেলেছে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। সেই সংশয় আতঙ্কে পরিণত হয় ম্যাচের ৩৬ নম্বর ওভারের পঞ্চম বল করার সময় নবদ্বীপ সাইনি অস্বস্তি অনুভব করে দলের ফিজিও সঙ্গে মাঠ ছাড়ার পর। বাধ্য হয়ে রোহিত শর্মা ওই ওভারের শেষ বলটি করেন। সাইনির চোট যদি সেরে যায় তো খুব ভালো, না হলে ম্যাচের বাকি চার দিন যথেষ্ট কঠিন হতে চলেছে ভারতীয় দলের পক্ষে।

স্কোর: অস্ট্রেলিয়া- ২৭৪/৫