কাকাবাবু
সৌজন্যে Bangla Cinema

দীর্ঘ তিন বছর অপেক্ষার পর সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাকাবাবু সিরিজের তিন নম্বর ছবিটি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পাওয়ার অপেক্ষায় । ইতিমধ্যে জনসমক্ষে এসেছে ছবিটির টিজার ।

শ্রেষ্ঠাংশে : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, অনির্বাণ চক্রবর্তী
কাকাবাবু
সৌজন্যে Times of India: কাকাবাবু এবং সন্তুর সাথে দর্শকও তৈরী তাদের নতুন অভিজানের জন্য (ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান)

ফেলুদা, ব্যোমকেশ কিরীটির মত বাঙালীদের অন্যতম প্রিয় কাল্পনিক চরিত্র হল কাকাবাবু । বাংলা সাহিত্য জগতের আকাশে উজ্বলোতম নক্ষত্র দের মধ্যে একজন সুনীল গঙ্গোপাধ্যায় । নীললোহিত ছদ্দ নাম টিও তার বাঙালীদের কাছে অতি পরিচিত । সুনীল গঙ্গোপাধ্যায় 1971 সালে প্রথম কাকাবাবু চরিত্রটি সৃষ্টি করেন । 1971 ই ছোটোদের পত্রিকা, আনন্দমেলার পূজাবার্ষিকিতে কাকাবাবু সিরিজের প্রথম গল্প ‘ভয়ঙ্কর সুন্দর’ গল্পটি প্রকাশ পায় । প্রথম গল্প প্রকাশের পরই ‘কাকাবাবু’ জনপ্রিয় হয়ে ওঠে ছোটো থেকে বয়স্ক সব বয়সি পাঠকদের মধ্যে । 2012 সালে সুনীল গঙ্গোপাধ্যায় মারা যান, মৃত্যুর আগে অব্দি তিনি 30 টিরও বেশী কাকাবাবুকে নিয়ে বিভিন্ন অ্যাডভেঞ্চারের গল্প লিখেগেছেন । আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে কাকাবাবু সিরিজের বেশীরভাগ বইগুলি। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবুকে নিয়ে শেষ গল্পটি হল ‘গোলকধাঁধায় কাকাবাবু’ ।

1571774164 7
সৌজন্যে dailyasianage : কাকাবাবু র স্রষ্ঠা সুনীল গঙ্গোপাধ্যায়

কাকাবাবু চরিত্রটির পোশাকি নাম হল রাজা রায় চৌধুরি । গল্পের প্রেক্ষাপট অনুযায়ী তিনি ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা ছিলেন । কোনো এক সময় আফগানিস্তানে কামাল নামে এক বন্ধুকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে তার পায়ে চোট লাগে এবং তিনি পঙ্গু হয়ে যান, এরপর চকরি ছেরে ফিরে আসেন কলকাতায় । কাকাবাবু কলকাতা ফিরে আসার পরের জীবনে ঘটা অ্যাডভেঞ্চার গুলিকেই লেখক তুলে ধরেছেন তার প্রত্যেকটি গল্পে । পঙ্গু হওয়ার দরুন কাকাবাবুর সমস্ত গল্পেই ক্রাচ কে সাথী করেই হাটতে দেখা গিয়েছে কাকাবাবুকে । কাকাবাবু শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও তাঁর অদম্য সাহস, মনের জোর ও নানা বিষয়ে অভূতপূর্ব জ্ঞান তাকে বার বার জরিয়ে ফেলেছে বিভিন্ন রহস্য এবং ডেকে নিয়েগেছে বিভিন্ন দেশ বিদেশের রোমহর্ষক সব অ্যাডভেঞ্চারে ।

1466838504
সৌজন্যে amazon : সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু

কাকাবাবু অবিবাহিত, কাকাবাবুর প্রত্যেকটি অ্যাডভেঞ্চারের সঙ্গী হল একমাত্র ভাইপো সন্তু । সন্তু র পোশাকি নাম সুনন্দ রায় চৌধুরি । পড়াশোনা, খেলাধুলো, সাতার সব বিষয়েই সন্তু অনবদ্য । কাকাবাবু অন্ত প্রাণ, কাকাবাবু র বিপদে আপদে সাহায্য করতে সবসময় তৈরী সে । কখনও আবার সন্তু বিপদে পরলেও কাকাবাবুর উদ্বেগের শেষ থাকে না । তোপসে ফেলুদা, অজিত ব্যোমকেশ র মতই কাকাবাবু ও সন্তুর জুটি পাঠকদের কাছে খুবই জনপ্রিয় ।

কাকাবাবু এবং সন্তুর অভিজানের গল্প শুধুমাত্র দুই মলাটের মধ্যে বন্দী না থেকে বিভিন্ন পরিচালকের পরিচালনায় বিভিন্ন সময়ে উঠে এসেছে বড় পর্দায় । 1979 সালে প্রথমবার তপন সিংহের হাত ধরে বড় পর্দায় আর্বিভুত হন কাকাবাবু ও সন্তু, ছায়াছবিটির নাম ছিল ‘সবুজ দ্বীপের রাজা’ । আন্দামান দ্বীপপুঞ্জের জারোয়া অধ্যুষিত অঞ্চলের পটভূমিকায়ায় লেখা হয়েছিল এই গল্পটি । এরপর 1995 এ পিনাকী চৌধুরী পরিচালনা করেন ‘কাকাবাবু হেরে গেলেন?’ এবং 2001 এ তরই পরিচালনায় মুক্তি পায় ‘এক টুকরো চাঁদ’, এই সিনেমাটি ‘সন্তু ও এক টুকরো চাঁদ’ অবলম্বনে নির্মিত । ‘সবুজ দ্বীপের রাজা’ ছবিতে কাকাবাবু চরিত্রে অভিনয় করেছিলেন সমিত ভঞ্জ এবং বাকি দুটি কাকাবাবু ভূমিকায় অভিনয় করে প্রশংশিত হন সব্যসাচী চক্রবর্তী । এছাড়াও ‘খালি জাহাজের রহস্য’, ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’, ‘কলকাতার জঙ্গলে’ এই সব গল্প গুলি টেলিফিল্ম আকারে প্রদর্শিত হয়েছে।

এরপর দীর্ঘ বারো বছর পর সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আবারও বড় পর্দায় ফিরে এলেন কাকাবাবু । 2013 সালে মুক্তি পেল মিশর রহস্য । মিশরের পিরামিডের নিচের হায়ারোগ্লিফিক ভাষার উপর ভিত্তি করে শুরু হওয়া এক রোমাঞ্চকর যাত্রার উপর আধারিত হয়েছে এই গল্পটি । চলচ্চিত্রটি ২০১৩ সালের অন্যতম হিট সিনেমার মধ্যে একটি । প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক কাকাবাবু এবং সন্তু চরিত্রটিতে অভিনয় করেন । ২০১৭ সালে সৃজিতে র ‘ইয়েতি অভিযান’ আবরও দর্শকমহলে প্রশোংশা পান । সৃজিত মুখোপাধ্যায় তখনই জানিয়ে ছিলেন ভবিষ্যতে তিনি আবারও ফিরে আসবেন কাকাবাবু এবং সন্তু র অন্য একটি রোমাঞ্চকর গল্প নিয়ে, সেই কথা তিনি রেখেছেন । 2020 সালে ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছ ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ গল্পের ওপর তৈরী ছায়াছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ।

Movie backdrops 6 1560161852
সৌজন্যে MetaReel এবং Svf

রহস্যের টানে মরুভৃমি, পাহার পেরিয়ে এবার কাকাবাবু হাজির আফ্রিকার জঙ্গলে । 2020 সালের দূর্গা পূজোতেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটির কিন্তু করোনা পরিস্থিতির জন্য রিলিজের তারিখ পরিবর্তিত করা হয় । এতদিন বহু প্রেক্ষাগৃহ গুলি বন্ধ রাখা হয়েছিল করোনা অতিমারির জন্য কিন্তু দূর্গা পূজোর আগে আগে স্বাস্থ্যবিধি মেনে জন সাধারনের জন্য খুলে দেওয়া হয় সিনেমাহল গুলি । প্রেক্ষাগৃহ গুলিতে দর্শকের সংখ্যা এখন খুবই কম, তবে এই প্রেক্ষাগৃহেই বড়দিনে মুক্তি পেতে চলেছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবিটি ।

চলতি বছরে কোভিড19 র প্রভাবে বেশীর ভাগ চলচ্চিত্র ই মুক্তি পেয়েছে OTT প্ল্যার্টফর্মে কিন্তু সৃজিত তার ছবি প্রেক্ষাগৃহেই রিলিজ করবেন বলে জানিয়েছেন । এখন এটাই দেখার সাধারন দর্শককে কতটা হলমুখো করতে পারবে সৃজিত-প্রসেনজিৎ জুটি । ইতি মধ্যে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবিটির 1 মিনিট 17 সেকেন্ডের টিজার দর্শকের মনে দাগ কেটেছে ।

সৌজন্যে Svf এবং Youtube

প্রেক্ষাপট এবার কেনিয়া, সন্তু কে নিয়ে কাকাবাবু বেরাতে গেছেন সেখানে, সেখানে কোন রহস্য এবং অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে সেটা জানতে আট থেকে আশি সব সিনেমাপ্রেমী রাই ভির জমাবে বলে আশাবাদী ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ র পুরো টিম । সৃজিতের ছোটোদের জন্য বড়দিনের এই উপহারটি কতটা সাফল্যতা পাবে সেটাই দেখার ।

KAKA 4
সৌজন্যে bulletinhours ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ র কলাকূশলী

‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ টিজারটি আপনাদের কেমন লেগেছে এবং এই ছবি টি নিয়ে কতটা উচ্ছসিত আপনি তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ।

আরো পরুন :

https://banglakhabor.in/2020/11/10/%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80/