শীতের আমেজে রসালো সুস্বাদু কমলালেবু খেতে কে না ভালোবাসে? নানান খাদ্যগুণে সম্পন্ন এই ফলটি যে কেবল আমাদের রসনা তৃপ্তি করে তাই নয় রূপচর্চার ক্ষেত্রেও এর অবদান কিছু কম নয়। ত্বক ও চুল স্বাস্থ্যজ্জ্বল ও সতেজ রাখতে ম্যাজিকের মত কাজ করে কমলা লেবু । চলুন জেনে নেওয়া যাক কমলা লেবু ব্যাবহার করে সৌন্দর্য্য বৃদ্ধির কিছু উপায়।

Orange Peel Face Packs for Glowing Skin: Skin Care Top News
Skin care top news

কমলা লেবুর ফেস প্যাক

কমলা লেবুর খোসায় প্রচুর পরিমানে ভিটামিন সি আছে তাই সেটা ফেলে না দিয়ে সেটি বেটে দুধ ও মধুর সাথে মিশিয়ে ফেস প্যাক বানিয়ে মুখে লাগান। এতে মুখের কালো দাগ থাকলে তা চলে যাবে পাশাপাশি মুখের ত্বক অনেক বেশি উজ্জ্বল ও কোমল অনুভূত হবে।

দাগহীন ত্বক পেতে কমলার ব্যবহার
Shampratik Deshkal

কমলা লেবুর স্ক্রাব

কমলা লেবুর খোসা রোদে শুকিয়ে তা পাউডারের মত গুড়ো করে বডি বা ফেস স্ক্রাব হিসাবে ব্যাবহার করতে পারেন। অনেক সময় সাবান ব্যাবহার করার পর ও লোপকুপে ময়লা আটকে থেকে যায়। স্কাবিং এর ফলে সেই ময়লা দূর করা সম্ভব হয়। তাই ঘরোয়া পদ্ধতিতে এই স্ক্রাবটি ব্যাবহার করলে আপনার শরীরের ময়লা ও যেমন দূর হবে পাশাপাশি বাড়তি খরচাও কমবে।

রুপচর্চায় যেভাবে কাজ করে মসুর ডাল
24 live Bangla News

কমলা লেবুর ফেস টোনার

কমলা লেবুর খোসার মত কমলা লেবুর রস ও আমদের ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কার্যকরী। কমলা লেবুর রস বার করে তা স্প্রে কন্টেনারে স্টোর করে টোনারের মত ব্যাবহার করতে পারেন তবে কন্টেনারটি অবশ্যই ফ্রিজে রাখবেন। অথবা আইস কিউবে ওই রস ভরে তা ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন পরবর্তীকালে ওই কিউব গুলি সরাসরি মুখে ব্যাবহার করুন।

Face mist or toner? What's the difference? – Plum Goodness
plum Goodness

কমলা লেবুর হেয়ার টোনার

কমলা লেবু চুলের কন্ডিশনার হিসাবে খুব ভালো কাজ করে। শ্যাম্পু করার পর ভিজে চুলে কমলা লেবুর রস ও মধু মিশিয়ে চুলের গোরা থেকে পুরো চুলে ভালো করে লাগিয়া ম্যাসাজ করুন ১০ মিনিট রেখে নর্মাল জলে ধুয়ে ফেলুন। ব্যাস ঝলমলে চুল পান ঘরে বসেই।

How Often Should I Use Castor Oil for Hair Growth? - PureWow
Pure wow

কমলা লেবুর বডি অয়েল

শীত কালের শুষ্ক আবহাওয়ায় আমদের ত্বক রুক্ষ হয়ে যায় তাই ত্বকের আদ্রতা ফেরাতে আমরা অনেকেই তেল বা ক্রিম ব্যাবহার করি। সেক্ষেত্রে আপনি আপনার ব্যাবহৃত অলিভ অয়েল বা নারকোল তেলে কমলা লেবুর খোসা বেটে গুড়ো মিশিয়ে ব্যাবহার করতে  পারেন। এতে আপনার ত্বকের আদ্রতা ও সৌন্দর্য্য দুই বাড়বে।   

মুখ ঝলমলে সতেজ করে তুলতে ভরসা রাখুন কমলালেবুর উপরে - why oranges are good  for your skin | ফেমিনা বাংলা
famina.in

কমলা লেবু এই পাঁচটি উপায়ে ব্যাবহার করলে আপনার সৌন্দর্য্য বাড়বে দিগুণ। তাহলে আর দেরী কিসের আপনি ও ট্রাই করুন আর নিজেকে সুন্দর করে তুলুন।