বচ্চন টিকার বচন

দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউতে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। প্রথম ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই মুম্বই জুড়ে করোনার প্রকোপ। এর মাঝেই বচ্চন পরিবার নিল ভ্যাকসিন।

সচিন তেন্ডুলকর, আলিয়া ভাট সহ নানা সেলেবরা দ্বিতীয় ঢেউয়ের মুখে কোভিডে আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষও বড় সংখ্যায় আক্রান্ত হচ্ছেন।

আক্রান্তের সংখ্যা যত বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও মহারাষ্ট্র সরকার টিকাকরণে জোর দিচ্ছে।

করোনার প্রথম ঢেউতেই গত বছর জুলাইয়ে কোভিডে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। তাঁকে হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল। অমিতাভের পাশাপাশি অভিষেক, ঐশ্বর্যাও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ডাক্তারদের দক্ষতায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন অমিতাভ।

অমিতাভ এবার করোনা ভ্যাকসিন নিয়ে ফেললেন। বিগ বি জানালেন, তিনি ভ্যাকসিন নিয়েছেন। পাশাপাশি ৭৮ বছরের এই মহাতারকা অভিনেতা জানিয়েছেন, তাঁর পুরো পরিবারই ভ্যাকসিন নিয়েছেন, একমাত্র অভিষেক ছাড়া। অভিষেক শ্যুটিংয়ের কাজে লোকেশনে আছে। শ্য়ুটিং সেরে ফিরেই ভ্যাকসিন নেবেন।