বলিউডে কঙ্গনা রানাওয়াত, বিদ্যা বালান, রাধিকা আপ্তের মত হাতে গোনাই কয়েকজন অভিনেত্রী রয়েছে, যাদেরকে একটু অন্য ধারার ছবি কিংবা নারীকেন্দ্রিক সিনেমা হলেই পরিচালকরা তাঁদের পছন্দের তালিকায় ওপর দিকে রাখে। কঙ্গনা রানাওয়াত আজকাল সিনেমা ছেড়ে একটু বেশিই রাজনীতিতে মন দিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই বিদ্যা বালান-ই এখন অনেকের ফার্স্ট চয়েজ। ফিচার ফিল্মে তার অভিনয় বরাবরই সিনেপ্রেমীদের মন ছুঁয়েছে। তবে এই প্রথমবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেও মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বিদ্যা। তার অভিনীত একটি শর্ট ফিল্ম এবার অস্কার পুরস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করে ফেলল।

বিদ্যা
peepingmoon.com

গত বছর জুলাইয়ে শর্ট ফিল্ম ‘নটখট’-এর কথা ঘোষণা করেছিলেন বিদ্যা। স্বল্প দৈর্ঘ্যের ছবি দিয়েই প্রযোজনায় নেমেছিলেন অভিনেত্রী। যে ছবির চিত্রনাট্য এতটাই পছন্দ হয়েছিল যে প্রযোজনার সিদ্ধান্তও নিয়ে ফেলেন তৎক্ষণাৎ। আর প্রথমবার প্রযোজনা করেই এমন সাফল্যে রীতিমত আপ্লুত বিদ্যা। ২০২০ সালটা বলিউডের জন্য বিশেষ ভালো ছিলো না। কখনও আকস্মিক মৃত্যু সংবাদ মন খারাপ করেছে তো, কখনও করোনার জেরে বন্ধ হয়েছে সিনেমা হল। আবার কখনও মাদকযোগে বড়সড় সমস্যার মুখে পড়তে হয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই অসময়ে এমন খবর নিঃসন্দেহে ইতিবাচক।

12 44 11 images
www.jagran.com

সূত্রের খবর, ধর্ষণ, লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তা- এহেন নানা বিষয় ফুটে উঠেছে ছবিতে। পুরুষতান্ত্রিক সমাজের ঘেরাটোপে রোজকার জীবনে সমাজে, ঘরে-বাইরে কীভাবে নারীদের হেনস্তা হতে হয় এবং ক্রমশ তা কীভাবে মারাত্মক আকার ধারণ করছে, সেই বিষয়গুলোর দিকেও আলোকপাত করেছে বিদ্যা প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘নটখট’। যেখানে গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। ছবিটি মুক্তি পেতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আর এবার সেটি এবছরের বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরার শিরোপা পেল। আর এই পুরস্কার জিতেই সেটি অস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করেছে।

12 43 56 images
naidunia

খবরটি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই অভিনেত্রীও। খুশিতে উদ্বেল হয়ে ইনস্টাগ্রামে লম্বা পোস্ট দিয়েছেন আনন্দে আত্মহারা বিদ্যা। লিখেছেন, “সত্যিই, দারুণ আনন্দ হচ্ছে। ভারতের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে আমাদের ছবিটি সেরা হয়েছে। এবার এটি অস্কারে মনোনীত হওয়ার যোগ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে আড়াই হাজার ডলারও জিতেছে। অভিনেত্রী আরও বলেন যে, “আশা করছি আমরা অস্কারটাও নিয়ে আসতে পারব।”