নির্বাচন সুষ্ঠুভাবে করাতে হলে এ রাজ্যের চিপ সেক্রেটারি সহ ডিএসপি, ডি এম, এস পি, সকলকে পাল্টে দিতে হবে, তবে যদি সুস্থ ভাবে ভোট করানো যায়।নদীয়া বীরনগরে বিজেপির একটি প্রকাশ্য সমাবেশে বললেন শুভেন্দু অধিকারী।এদিন বিজেপির বিননগর শহর কমিটির পক্ষ থেকে একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সাংসদ অর্জুন সিং শহর জেলার প্রথম সারির নেতৃত্ব। সেখানেই বক্তব্য দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,সুস্থ ভাবে ভোট করাতে গেলে প্রথমেই নবান্নর সিএমও তেতালা লাগাতে হবে।তার কারণ নির্বাচন আচরণবিধি শুরু হয়ে গেলেও দেখা যাচ্ছে সবুজ সাথী সাইকেল প্রদান সহ চেক বিলি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর নিজের স্বার্থের জন্য কোন আইন মানে না। তাই সুস্থ ভাবে ভোট করাতে গেলে প্রশাসনিক পদাধিকারীদের ইতিমধ্যেই পাল্টে ফেলতে হবে।