নিজস্ব সংবাদদাতা: গতমাসের শেষদিকেই তাঁর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছিল। আর এবার হাসপাতালে ভর্তি করা হল ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরকে। আর মাস্টার ব্লাস্টার হাসপাতালে ভর্তি হলেন এমনই একটা দিনে, যে দিনটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে থাকবে। ১০ বছর আগে এই দিনেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। বলা হয়, সেই বছর শচীনকে বিশ্বকাপ উপহার দিতেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন ধোনি-কোহলিরা।

উল্লেখ্য, আজ শচীন নিজেই ট্যুইট করে জানিয়েছেন যে, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিংবদন্তির এই ট্যুইট মুহূর্তে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। খবরটি জানাজানি হওয়া মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর তামাম ভক্তকূল। সকলেই মাস্টার ব্লাস্টারের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। তবে ভক্তদের আশ্বস্ত করেছেন ঈশ্বর নিজেই। শচীন জানিয়েছেন, সাবধানতা হিসেবেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দু একদিনের মধ্যেই তিনি বাড়ি ফিরবেন।

আজ সকাল ১১টা নাগাদ ট্যুইট করে শচীন লেখেন, “আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শে সাবধানতা অবলম্বন করতেই আজ হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি, দিন দুয়েকের মধ্যেই নিজের বাড়ি ফিরে যাব। আপনারা প্রত্যেকে সাবধানে থাকুন ও সতর্ক থাকুন।” পাশাপাশি আজ বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উপলক্ষ্যেও বার্তা দিয়েছেন শচীন। লিখেছেন, “আমাদের বিশ্বকাপ জয়ের দশ বছর পূর্তিতে সমস্ত ভারতীয়দের এবং আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।”

উল্লেখ্য, গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন শচীন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার জানিয়েছিলেন, সবরকম সচেতনতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত আজ করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। বাড়ির সকলের রিপোর্ট অবশ্য নেগেটিভ। শচীন সেইসময় বলেন যে, তাঁর শরীরে কোভিড ১৯-এর মৃদু লক্ষণ ধরা পড়েছে। সরকারি নিয়ম মেনে স্থিতিশীল অবস্থাতেই তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন বলে জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। তবে চিকিৎসকদের পরামর্শেই শেষ পর্যন্ত সাবধানতা হিসাবে শচীনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।