নিজস্ব সংবাদদাতা: চলতি বছর আইএসএলে একেবারেই ভাল খেলতে পারেনি সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরু এফসি। আইলিগ ও আইএসএল মিলিয়ে ক্লাবের এত বছরের ইতিহাসে এবারই সবথেকে খারাপ ফল করেছে ব্লু জার্সিরা। যার জেরে টুর্নামেন্টের গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছে তাঁরা। আর এবার নিজেদের আইএসএল অভিযান শেষের পর আরও একটি খারাপ খবর মিলল সুনীল ছেত্রী ও তাঁর অগণিত ভক্তদের জন্য।

জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় ফুটবল দল ও বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক। আজ দুপুরে টুইটারে এ কথা জানিয়েছেন সুনীল ছেত্রী নিজেই। তবে আশার কথা, তিনি সুস্থ রয়েছেন এবং শরীরে সে ভাবে কোনও উপসর্গ দেখাও যায়নি। আজ দুপুরে নিজের টুইটার হ্যান্ডেল থেকে সুনীল লিখেছেন, “আমি খুব একটা খুশি নই। তবুও সবাইকে জানাতে চাই যে, সম্প্রতি আমি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছি। তবে ভাল খবর হল, আমি একদমই সুস্থ আছি, শরীরে কোনো উপসর্গ নেই এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই আমাকে আবার ফুটবল মাঠে দেখা যাবে। এই প্রসঙ্গে সবাইকে আরও একবার মনে করিয়ে দিতে চাই যে, সকলে সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুস্থ থাকুন।”

এদিকে, সুনীলের করোনা হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, করোনা আবহের জেরে চলতি বছরে আইএসএল পুরোটাই হচ্ছে গোয়ায় জৈব সুরক্ষা বলয়ে। প্রতিযোগিতা চলাকালীন নিশ্ছিদ্র নিরাপত্তা থাকায় কোনও ফুটবলারই করোনায় আক্রান্ত হননি। এদিকে, দেশে অন্যান্য খেলায় পরে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও আইএসএল নিজেদের প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তবেএ আইএসএল প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারায় জৈব সুরক্ষা বলয় ছেড়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন সুনীল। মনে করা হচ্ছে, এর মাঝেই কোথাও আক্রান্ত হয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছর আইএসএলে বেঙ্গালুরু এফসি-র হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে দেখা গিয়েছে সুনীলকে। গোটা টুর্নামেন্টে ২০টি ম্যাচে তিনি আটটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন। তারমধ্যেই খারাপ পারফরম্যান্সের জেরে দলের স্প্যানিশ কোচকে বরখাস্ত হতে হয়েছে। এরপর সহকারী কোচ দায়িত্ব নেওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়ায় দল। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় ভাল ফলাফল করতে পারেনি সুনীল-উদান্তারা। সবমিলিয়ে দলের খেলা একেবারেই নিম্নমানের ছিল এবছর। যার ফলে ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সপ্তম স্থানে শেষ করেছে বেঙ্গালুরু।