Jasprit Bumrah ব্যাটিংয়েও বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে, এক ওভারে সর্বোচ্চ রান করলেন তিনি। লারা, বেইলি এবং মহারাজের এক ওভারে সর্বোচ্চ 22 রানের রেকর্ড ছিল। সব রেকর্ড দুমড়ে মুছড়ে দিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলার এবং এই টেস্টে ভারতের অধিনায়ক Jasprit Bumrah।
ব্রডের কোথাও না কোথাও গিয়ে হয়তো মনে পড়ছিল আরেক ভারতীয়র কথা যিনি বাঁহাতে এক ওভারেই সারাজীবনের একটা দুঃস্বপ্ন সৃষ্টি করেছিলেন। তাঁর নাম যুবরাজ সিং।