fbpx
Home অফবিট West Bengal Corona Update: আবার মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। আপনার এলাকা...

West Bengal Corona Update: আবার মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। আপনার এলাকা সুরক্ষিত কিনা জেনে নিন

Corona সংক্রমণ একটা নিত্যনতুন ধারাবাহিকতা দেখাচ্ছে। এই মারণ ভাইরাস বিভিন্ন বৈচিত্র্যে অর্থাৎ বিভিন্ন ভ্যারিয়েন্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবন ব্যতিব্যস্ত করে তুলেছে।

West Bengal Corona Update

Corona Daily Cases

স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে বুধবার মোট 25 টা কেস রেকর্ড করা হয়েছে। 9023 টি স্যাম্পল ডিটেক্ট করার পর নতুন Corona কেস পাওয়া গেছে। 0.47% পজিটিভিটি রেট রেকর্ড করা হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে 1997112 টি কেস রেকর্ড করা হয়েছে।

West Bengal Corona Update

মৃত্যুর পরিমাণ এখনও 21203 এই রয়েছে যেহেতু নতুন কোনো মৃত্যুর খবর এখনও অবধি পাওয়া যায়নি। গত 24 ঘণ্টায়, 39 জন লোক রোগমুক্ত হয়েছে। এখন রাজ্যে 398 টি অ্যাক্টিভ কেস রয়েছে, যাদের মধ্যে 11 জনের হসপিটালে শুশ্রুষা চলছে।

West Bengal Corona Update

Conclusion

অনেকে এখন এই মারণ রোগকে গুরুত্ব দিচ্ছেন না ঠিকই কিন্তু এটা একেবারেই অবহেলার বিষয় নয়। বেশিরভাগ লোকজনই মুখে মাস্ক পড়ছেননা যেটা যথেষ্ট চিন্তার কারণ । উত্তর কোরিয়ায় একটি অফিসিয়াল কেস ইতিমধ্যেই পাওয়া গেছে। তাই একদমই ব্যাপারটা অবহেলা করবেননা। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।

NO COMMENTS