নিজস্ব সংবাদদাতা- আবারও কি কাঁথির অধিকারী পরিবারে পদ্ম ফুটতে চলেছে? নতুন করে এই জল্পনা উস্কে উঠেছে কারণ শুভেন্দু অধিকারীর বড় ভাই কথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী আগামী ১০ ফেব্রুয়ারি লোকসভার স্পিকার ওম বিড়লা সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন। এই কথা জানতে পারার পর জল্পনা শুরু হয়েছে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন দিব্যেন্দু বাবু। যার পরবর্তী ধাপে তিনি হয়তো বিজেপিতে যোগ দেবেন।

১৯ ডিসেম্বর অমিত শাহর মেদিনীপুরের জনসভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তার সপ্তাহখানেক পরে কাঁথির প্রাক্তন পুর প্রশাসক তথা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। শুভেন্দু যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তখন তার বিরুদ্ধে মুখ না খুললেও দিব্যেন্দু অধিকারি এবং শিশির অধিকারী জানিয়ে দেন তারা তৃণমূলেই আছেন। কিন্তু এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল নেতৃত্ব তার গোটা পরিবারকে আক্রমণ করে বসে।

পরিবারকে আক্রমণ করার পরই উল্টো সুরে গাইতে শুরু করেন শিশির অধিকারী। বাবার দেখাদেখি দিব্যেন্দু অধিকারীও বেশ কয়েকবার দলের সমালোচনা করেন। শুভেন্দুও একাধিক জনসভায় বলেন, “আমার পরিবারে আবারও পদ্ম ফোটাব।”

রাজ্যের রাজনৈতিক মহল এই সমস্ত ঘটনাকে একত্রিত করে দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছে। এদিকে গতকালই জানা যায় ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ হলদিয়ায় ভারত পেট্রোলিয়ামের নতুন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আসছেন। স্বভাবতই প্রটোকল মেনে স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণের চিঠি পাওয়ার পরই দিব্যেন্দু জানান প্রধানমন্ত্রী আসছেন তাই তিনি ওই দিন সভায় উপস্থিত থাকবেন। এর পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করে দাবি করেন তিনি হলদিয়া যাবেন বলার পরেই তাকে হুমকি দেওয়া হচ্ছে। তবে কে বা কারা হুমকি দিচ্ছে সে নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি।

সূত্র মারফত জানা গিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা সঙ্গে দেখা করার জন্য দিব্যেন্দু বাবু নিজেই চিঠি দিয়েছিলেন। আজ লোকসভার স্পিকারের অফিস থেকে দিব্যেন্দু অধিকারীকে ইমেইল করে জানানো হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৩ টের সময় কথা বলার জন্য স্পিকার সময় দিয়েছেন। মনে করা হচ্ছে ঐদিন স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার পরই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন দিব্যেন্দু বাবু। এই জল্পনা যদি সত্যি হয় তাহলে তিনি হয়তো পরবর্তী ধাপে পদ্ম শিবিরে যোগদান করতে পারেন।