সাধারণ মানুষরা বাঁচে তাদের দু চোখের স্বপ্ন কে কেন্দ্র করে। সেই স্বপ্ন পূরণের জন্য তারা দিনরাত মেহনত করে যায়। বড়লোক মানুষদের কাছে সেই স্বপ্নগুলো খুবই তুচ্ছ হলেও সাধারণ মানুষের কাছে সেগুলি খুবই মূল্যবান। ঠিক একই রকমভাবে সাধারণ মানুষের চোখে কিছু স্বপ্নের গ্যাজেট থাকে যা কেনার জন্য তারা উৎসুক হয়ে থাকেন এবং সঞ্চয় করেন।

পাঁচটি গ্যাজেট যেগুলি সাধারণ মানুষ স্বপ্ন দেখেন:—

আইফোন ও ম্যাকবুক:–

গ্যাজেট
সৌজন্যে: Wallpaperflare

প্রত্যেকটি সাধারণ মানুষেরই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও একটি আইফোন এবং ম্যাকবুক কেনার। অ্যান্ড্রয়েড ফোনে কম দামে যতই সুবিধা দেওয়া হোক না কেন আইফোনের উপর একটা লোভ থেকেই যায়। সেই কারণেই আমজনতারা একটি ‘অ্যাপেল’ কোম্পানির ফোন কিংবা একটি ম্যাকবুক কেনার স্বপ্ন পূরণ করতে উঠে পড়ে লেগে থাকেন।

স্মার্ট হাতঘড়ি:–

গ্যাজেট
সৌজন্যে: 123rf.com

আমজনতা সাধারণ হাতঘড়ি পড়লেও তাদের মনের সুপ্ত একটা ইচ্ছা থেকে যায় স্মার্ট হাতঘড়ি পড়ার। এই স্মার্ট হাতঘড়ির মাধ্যমে গান শোনা, ঘুমের সময় নির্ধারণ করা, সাঁতার কাটার সময় নির্ধারণ করা, পদক্ষেপ নির্ধারণ করা ইত্যাদি আরও বিভিন্ন কাজ একটি স্মার্ট হাতঘড়ির মাধ্যমেই করা যায়।

ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্পিকার:–

গ্যাজেট
সৌজন্যে: TrendHunter

বর্তমান যুগে অন্যতম লোভনীয় গ্যাজেট এর মধ্যে পড়ে ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্পিকার। এই স্পিকার হয়ে ওঠে মানুষের অন্যতম সঙ্গী। সারাদিনের খবর, গান শোনা, বিভিন্ন রকমের আদেশ দেওয়া সবই করা যায় এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্পিকার এর মাধ্যমে।

বিভিন্ন রকমের ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্পিকার বাজারে পাওয়া যায় যেমন ‘ওকে গুগল স্পিকার’, ‘অ্যামাজন ইকো’, ‘অ্যাপেল হোমপড’ ইত্যাদি। এইরকম একটি অ্যাসিস্ট্যান্ট পাওয়া আমজনতার স্বপ্ন।

স্মার্ট ফ্রিজ:–

familyhubheader
সৌজন্যে: samsung.com

ওয়াশিং মেশিনের মতো বর্তমানে ফ্রিজেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হয়। কি কাজ করে এটি ফ্রিজে? এটির মাধ্যমে বুঝে নেয় তার ভেতরে কোন ধরনের জিনিস রাখা হচ্ছে এবং কতটা পরিমাণ জিনিস আছে তা বারকোড বা আরএফআইডি স্ক্যানিং এর মাধ্যমে বুঝিয়ে দেয়। বেশ ভালো শুনতে লাগছে না? এই রকম একটি ফ্রিজ কেনাও সাধারণ মানুষের স্বপ্ন। তাদের কাছে এটি স্বপ্নের গেজেট।

স্মার্ট টিভি:–

sony android tv home screen
সৌজন্যে: digitaltrends.com

ঘরে বসেই খেলার মাঠের অনুভূতি পেতে কার না ভালো লাগে। সেই অনুভূতিটা এনে দেয় স্মার্ট টিভি। তাই সাধারণ মানুষের স্বপ্নের গ্যাজেটে স্মার্ট টিভিও পরে। মাঠ টিভিতেও ব্যবহৃত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার মাধ্যমে যে কোন মানুষ তার অঙ্গুলি হিলনের মাধ্যমেই চ্যানেল ঘোরাতে পারেন।

এছাড়াও স্মার্ট টিভিতে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা থাকে যার ফলে বিভিন্ন রকমের ওটিটি প্লাটফর্মে ওয়েবসিরিজ দেখা, গান শোনা সবই করা যায়।

একজন সাধারণ মানুষের পক্ষে এসবই হল স্বপ্নের গ্যাজেট, কিন্তু শুধু স্বপ্ন দেখলেই যে হবে না। স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা চালাতে হবে; তবেই না এই সমস্ত দামি গ্যাজেট হাতের মুঠোয় এসে পৌঁছাবে।

আরোও পড়ুন… ৫ সেরা সুলভ মূল্যের স্মার্ট টিভি