ইস্কাবন – রক্ত দিয়ে লেখা হলো সিনেমার পোস্টার – প্রচারের অভিনব কৌশল

সিনেমার প্রচারে অভিনবত্ব কোনও নতুন বিষয় নয়। সে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইন্ডোজ প্রোডাকশন’ হোক কিংবা দেবের প্রোডাকশন ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস ‘, সিনেমার প্রচারে প্রতিবার নিত্যনতুন কৌশলে তাক লাগিয়ে দেন দর্শকদের। তবে ইস্কাবন যা করল তা বাংলা চলচ্চিত্র ইতিহাসে প্রথমবার।

জঙ্গলমহলের উত্তপ্ত পরিবেশের মাওবাদীদের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে ইস্কাবন। ছবির পরিচালক মন্দীপ সাহা এবং কাহিনী রাধামাধব মণ্ডলের। শহর জুড়ে ছবির প্রচার চলছে। তবে এই প্রচারে রয়েছে এক অভিনব বিষয়। তবে এই পোস্টার আর পাঁচটা পোস্টারের মতো নয়। এই পোস্টার রক্ত দিয়ে লেখা।

Iskabon (2022) - Review, Star Cast, News, Photos | Cinestaan

এমন ভাবনা কেন হঠাৎ এলো? পরিচালক মন্দীপ এ বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘ জঙ্গলমহলের মানুষদের ইচ্ছে ছিল এমনটাই। কারণ তাদের ব্যথা, লড়াইয়ের কথাই এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। তাই এই ভাবে সেজেছে পোস্টার। তবে কারও ক্ষতি করে কিছু করা হয়নি। ‘

ছবিতে রয়েছে সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অরিন্দম গঙ্গোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায় এবং নবাগত সঞ্জু প্রমুখ। আদিবাসীরা কয়েক দিন আগে গ্রামেই এই সিনেমা দেখার সুযোগ করে দেওয়ার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন। এই বিশেষ সিনেমা ১৭ জুন মুক্তি পেতে চলেছে।