নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়া সফরে দুরন্ত পারফরম্যান্সের পর এমনটাই প্রত্যাশিতই ছিল। আর সেইমতই ঘরের ইংল্যান্ড সিরিজের টেস্ট দলে থাকলেও প্রত্যাশিত ভাবেই ঋদ্ধিমান সাহার বদলে শিকে ছিঁড়ল ঋষভ পন্থের ভাগ্যে। প্রথম টেস্টে উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থই খেলবেন, গতকাল সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়ে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। একইসঙ্গে তুমুল প্রশংসায় ভরিয়ে দিলেন সতীর্থ অজিঙ্ক রাহানেকে।
আজ থেকেই শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট। অনেকেই এর আগে বলেছিলেন, বিদেশে পন্থ সফল হলেও দেশের মাটিতে ঘূর্ণি পিচে কাজে লাগবে ঋদ্ধির উইকেটকিপিং। কিন্তু দল যে কিপিংয়ের সঙ্গে ব্যাটিংকেও গুরুত্ব দিচ্ছে, সেটা স্পষ্ট এই সিদ্ধান্তে। পন্থ সম্পর্কে কোহলি বলেছেন, “হ্যাঁ, প্রথম টেস্টে ও-ই খেলবে। অস্ট্রেলিয়ায় দারুণ খেলেছে এবং মানসিক ভাবেও ভাল জায়গায় রয়েছে। আমরা চাই, এটাকেই ধরে রাখুক। বাকি উন্নতি সময়ের সঙ্গে সঙ্গে হবে। প্রথমে আমিরশাহিতে আইপিএলে ভাল খেলেছে। তারপর অস্ট্রেলিয়া সিরিজেও। এমনকী সাদা বলের ক্রিকেটে দলে না থাকলেও একমনে পরিশ্রম করে গিয়েছে।”
এরপর কোহলির সংযোজন, “আমরা প্রত্যেকে ওকে নিয়ে খুশি। বিভিন্ন কারণে অনেকদিন ধরেই ওর পিছনে থেকে সমর্থন করে এসেছি আমরা। অস্ট্রেলিয়ায় গিয়ে সেটার দাম দিয়েছে পন্থ। আমাদের দলের মূল্যবান ক্রিকেটার। ধারাবাহিক ভাবে দেশের হয়ে ম্যাচ জেতাতে পারে ও।” পাশাপাশি অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলে তিনি ফেরার পর যে ভাবে রাহানে দলকে পরিচালিত করেছেন, তাতে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কোহলি। বলেছেন, “বিশ্বাসকে ভিত্তি করেই এই দলে ঐক্য তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ায় সফল ভাবে অজিঙ্ক রাহানে ওর দায়িত্ব পূরণ করেছে। আমরা একে অপরের সান্নিধ্য এবং ব্যাটিং জুটি উপভোগ করি। মাঠের বাইরেও আমাদের সম্পর্ক খুবই ভাল।”
এরপর সাংবাদিক সম্মেলনে কোহলি জানিয়েছেন, প্রথম টেস্টে ওপেনিং জুটিতে রোহিত শর্মা এবং শুভমন গিলের উপরেই ভরসা রাখছেন তাঁরা। ক্যাপ্টেনের কথায়, “ওপেনিং জুটিতে অনেকদিন ধরে রোহিত আর শুভমনকে খেলিয়ে যেতে চাই। আশা করি এই সিরিজে ওরা প্রত্যাশা পূরণ করবে।” এদিকে, দেশের মাটিতে আজই প্রথম টেস্ট খেলতে নামছেন যশপ্রীত বুমরা। তাঁকে নিয়ে কোহলি বললেন, “দেশের মাটিতে এর আগেরবার ইংল্যান্ডের থেকে ভাল বল করেছিলাম আমরা। বুমরা ঘরের মাঠে প্রথম টেস্ট খেলার কথা ভেবে উত্তেজিত। মহম্মদ সিরাজ এবং ইশান্ত শর্মার মতো ক্রিকেটারকে পেয়েও আমরা খুশি।”