anish

আজই আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত হবে। কবর থেকে তোলা হবে আনিসের দেহ (Anish Khan Murder)। তারপরই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে দেহ। সিট ও আইনজীবীর উপস্থিতিতে দেহ তোলা হবে। তারপর এসএসকেএমে হবে ময়নাতদন্ত। বারাসত জেলা জজের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে।

দেহ তোলা ও ময়নাতদন্তের প্রক্রিয়া পুরোটাই ভিডিওগ্রাফি করা হবে। আদালতের নির্দেশ তেমনই। তবে এখনও জেলা জজ এসে উপস্থিত না হওয়ায় দেহ উত্তোলন প্রক্রিয়া আটকে আছে। জেলা জজের জন্য অপেক্ষা করছেন আনিসের আইনজীবী। জেলা জজের উপস্থিতি নিশ্চিত করতে বলেছেন তিনি।

সোমবার আমতার এক সভায় ডা নির্মল মাজি বলেন, দেখতে হবে আনিসের বিরুদ্ধেও কী কী অভিযোগ রয়েছে। তার ব্যাকগ্রাউন্ডও খতিয়ে দেখতে হবে। আনিস পড়ে গিয়েছিল – তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল, ময়নাতদন্ত করলেই তা উঠে আসবে। তাই আমরা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করছি। 

অন্যদিকে, আনিসকাণ্ডে নির্মল মাজি বলেন- Police মানুষকে রক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠা করে। সেখানে পুলিসের বিরুদ্ধে হামলা করলে, দাঙ্গা হাঙ্গামা করলে তাদের উপরে সাধারণ মানুষের নির্ভরতা কমে যাবে।