মার্কিন মুলুকে তাঁকে বলা হচ্ছে আমেরিকার প্রথম ‘রঙিন মহিলা’। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আর তাই ‘ঘরের মেয়ে’ কমলার সাফল্যে আনন্দে ভাসছে তামিলনাডুর থুলাসেন্দ্রাপুরম গ্রাম।

কমলা
the murcury news

কয়েক ঘন্টা আগেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেই চলেছে তাঁর শপথ পাঠ। সকল আমেরিকাবাসীর সমস্যা দূর করে নতুন যুগের সূচনা করার বার্তা দিয়েছেন তিনি। আমেরিকার মতো দেশের ক্ষমতার শিখরে পৌঁছে যাওয়া এই ৫৬ বছর বয়সী মহিলার শিকড় গেঁথে আছে ভারতবর্ষে। বুধবার সন্ধ্যা থেকেই কার্যত সাজো সাজো রব থুলাসেন্দ্রাপুরমে। অবশ্য কমলার সাফল্য উদযাপনে পিছিয়ে নেই তিরুভারু জেলার মান্নারগুড়িও।

বস্তুত, আমেরিকার নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন হ্যারিস ছিলেন তামিলনাড়ুর মেয়ে। সেই সূত্রে কার্যত তামিলনাড়ুর ঘরের মেয়ে কমলা হ্যারিস। এছাড়া মান্নারগুড়ি, পেইনগানাডু প্রভৃতি গ্রামেও ছড়িয়ে ছিটিয়ে আছেন কমলা হ্যারিসের আত্মীয়রা। তাই সুদূর মার্কিন মুলুকে কমলার সাফল্যে উচ্ছ্বসিত তাঁর আদি গ্রামের বাসিন্দারা। এদিন দেখা গেছে, গ্রাম জুড়ে রঙ্গোলি দিচ্ছেন মহিলারা। ১০ কিলোমিটার জুড়ে লাগানো হয়েছে ব্যানার। কমলার জয়ে আনন্দে অংশীদার তাঁরাও। গ্রাম জুড়ে যেন উৎসবের আমেজ।

12 06 43 images
mint

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সাফল্যের পর ভাইস প্রেসিডেন্ট কমলার মুখেও অবশ্য শোনা গেছে ভারতীয় মূলের কথা। তিনি জানিয়েছেন মা শ্যামলা গোপালনের কাছে তিনি কৃতজ্ঞ। “যখন ১৯ বছর বয়সে মা ভারত থেকে এখানে এসেছিলেন, তখন তিনি সম্ভবত এই মুহূর্ত কল্পনাও করতে পারেননি। কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন আমেরিকার ওপর, যেখানে এসব সম্ভব।” শুধু তাই নয়, কমলা হ্যারিস যে নিজের ভারতীয় যোগ ভোলেননি কখনোই, তাঁর আত্মকথা থেকেই তা জানা যায়। সেখানে তিনি লিখেছেন, “শ্যামলা গোপালন হ্যারিসের মেয়ে– এই পরিচয়টুকুর থেকে বড় কোনও সম্মান পৃথিবীতে হতে পারে বলে আমি বিশ্বাসই করি না।”

12 06 53 images
Al jazeera

আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্ম হয় ১৯৬৪ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। তাঁর বাবার নাম ডোনাল্ড হ্যারিস। ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে কমলা জানিয়েছেন, “আমি হোয়াইট হাউসের ইতিহাসে প্রথম মহিলা হতে পারি, কিন্তু শেষ নই।”এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন কমলা হ্যারিস।