নিজস্ব সংবাদদাতা: বিদেশি ধাঁচে এর আগেই ভাসমান রেস্তোরাঁ চালু হয়েছে গঙ্গাবক্ষে। এমনকি বোটে চড়ে নদী ভ্রমণও শুরু হয়েছে কয়েক মাস আগেই। আর এবার কলকাতায় চালু হয়ে গেল বোট লাইব্রেরি। বিদেশের ধাঁচে এবার হুগলি নদী বা গঙ্গায় ভাসমান লাইব্রেরি চালু করল রাজ্য পরিবহণ নিগম। ‘লাইব্রেরি অন বোট’ যা নয়া চমক হচ্ছে কলকাতায় ভূতল পরিবহণ নিগমের।

কলকাতা

শহর কলকাতায় ইতিমধ্যেই ট্রাম নিয়ে অনেক ধরণের এক্সপেরিমেন্ট করছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম। ট্রাম ওর্য়াল্ড, ট্রাম লাইব্রেরি, পাটরানির মত নতুন নতুন আকর্ষণীয় পদ্ধতি অবলম্বন করেছে সরকার। আর এবার নদীবক্ষেও নানা ধরণের আকর্ষণীয় উপায় চালু করতে আনা হল ভাসমান লাইব্রেরি। এতে যেমন একদিকে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের আকর্ষণ বাড়বে, অন্যদিকে কলকাতায় যারা পর্যটক আসেন তাদের জন্যেও মনে রাখার মতো হতে চলেছে বোট অন লাইব্রেরি। তবে কি কি থাকছে এই লাইব্রেরি অন বোটে?

IMG 20210127 125035

সূত্রের খবর, নীল-সাদা রঙের এই বোট জুড়ে থাকছে হরেক রকমের বই৷ শিশু ও কিশোর সাহিত্যের নানা বই দিয়ে সাজানো বোটের অন্দরমহল। মূলত বাংলা ও ইংরাজি সাহিত্যের বই থাকছে সাজানো বোটে। এছাড়া বোট জুড়ে বাজবে গান। রবীন্দ্র সঙ্গীতই বাজানো হবে। এর পাশাপাশি থাকছে মুখরোচক খাবারের ব্যবস্থা। চা-কফি-ফিস ফ্রাই-পকোড়া-কোল্ড ড্রিঙ্কস-চকোলেট মিলবে বোট অন লাইব্রেরি জুড়ে। এছাড়া অনলাইনে বই পড়ার ব্যবস্থাও থাকছে। কারণ বোট জুড়ে ওয়াই-ফাই থাকছে। আজ থেকেই গঙ্গায় ভেসে বেড়াবে এই লাইব্রেরি। যা পরিবহণ কর্মীদের হাতে সাজানো।

জানা গিয়েছে, মিলেনিয়াম পার্ক থেকে বোট ছাড়বে দিনে তিন বার। প্রথম বোট ছাড়বে সকাল ১১টায়। লাইব্রেরি অন বোট একেবারে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকছে। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম সূত্রে জানানো হচ্ছে, এই বোট অন লাইব্রেরির টিকিট সাধ্যের মধ্যেই। যাদের বয়স ১৮ বছরের মধ্যে, তাদের জন্যে ভাড়া মাত্র ৫০ টাকা। আর যাদের বয়স ১৮ বছরের ওপরে তাদের জন্যে টিকিটের দাম পড়বে ১০০ টাকা। যদি কেউ এডুকেশনাল ট্রিপে যেতে চান তাহলে গোটা বোটই ভাড়া নেওয়া যাবে। যার জন্যে গুনতে হবে ৪০০০ টাকা।