fbpx
Home রাজনীতি জাতীয় “কৃষকরা জঙ্গী, সন্ত্রাসবাদী”! বিতর্কিত মন্তব্য করে ফের আইনি বিপাকে কঙ্গনা

“কৃষকরা জঙ্গী, সন্ত্রাসবাদী”! বিতর্কিত মন্তব্য করে ফের আইনি বিপাকে কঙ্গনা

নিজস্ব সংবাদদাতা: কৃষক আন্দোলন নিয়ে একের পর এক আলটপকা মন্তব্য করে গিয়েছেন। এবার সেই অভিযোগেই বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউতের বিরুদ্ধে দায়ের হল মামলা। আন্দোলনকারী কৃষকদের ‘জঙ্গী’, ‘সন্ত্রাসবাদী’ বলার জেরেই কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। হর্ষবর্ধন পাটিল নামে কর্ণাটকের এক আইনজীবী কঙ্গনার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন

কর্ণাটকের ওই আইনজীবী এদিন বলেন, ‘জঙ্গী’, ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে কৃষকদের এবং এই আন্দোলনকে অপমান করেছেন কঙ্গনা। শুধু তাই নয়, আন্দোলন নিয়ে একের পর এক আলটপকা মন্তব্য করেও কঙ্গনা কৃষকদের মধ্যেও বিভেদ তৈরি করতে চাইছেন বলে মন্তব্য করেন ওই আইনজীবী।

কঙ্গনা
Outlook.india

কৃষক আন্দোলন নিয়ে সম্প্রতি টুইট করেন মার্কিন পপ তারকা রিহানা। যেখানে কৃষক আন্দোলনের ছবি টুইট করে রিহানা বলেন, “আমরা কেন এই বিষয়ে কথা বলছি না?” এমনকী রিহানার ওই টুইটের প্রেক্ষিতে কঙ্গনা বলেন, যাঁরা আন্দোলন করছেন, তাঁরা কেউ কৃষক নন। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের ‘জঙ্গী’, ‘সন্ত্রাসবাদী’ বলে দাবি করেন কঙ্গনা। রিহানার টুইটের প্রেক্ষিতে বলিউড কুইনের রিটুইট প্রকাশ্যে আসতেই জোরদার শোরগোল শুরু হয়ে যায়।

কঙ্গনা কীভানে প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে মন্তব্য করে তাঁদের জঙ্গী বলে দাগিয়ে দিলেন, তাও আবার কোনো প্রমাণ ছাড়াই, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। শুধু তাই নয়, কৃষক আন্দোলন নিয়ে টুইটের জন্য রিহানা ১০০ কোটি নিয়েছেন- একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করেন কঙ্গনা রানাউত। যদিও কোন তথ্য প্রমাণের জেরে রিহানার বিরুদ্ধে ওই ধরনের বিস্ফোরক দাবি করেন কঙ্গনা, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। 

তবে কঙ্গনা আরও বলেন, করোনা অতিমারির জেরে মার্কিন মুলুক যখন জর্জরিত, সেই সময় কেন মুখ খোলেননি রিহানা। এমনকী, ক্যাপিটল হিলে হামলার সময়ও মুখ বন্ধ করে ছিলেন পপ তারকা। তাহলে হঠাৎ করে কেন ভারতের কৃষক আন্দোলন নিয়ে রিহানা মুখ খুলতে গেলেন বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। বলিউডের অভিনেত্রী যখন রিহানার বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেন, সেই সময় উল্টো সুর শোনা যায় দিলজিৎ দোসাঞ্জ, শিবানী দান্ডেকর, রিচা চাড্ডা, তাপসী পান্নুদের গলায়। রিহানাকে সমর্থন করে পালটা টুইট করে বলিউডের একাংশের অভিনেতারা। এমনকী গান গেয়ে রিহানার প্রশংসা করতে শোনা যায় দিলজিৎকে।

NO COMMENTS