নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষ হোক কিংবা আভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা, ভারতের উত্তর পশ্চিমের জম্মু ও কাশ্মীর উপত্যকা অঞ্চলে বরাবরই লেগে থাকে বিতর্ক। কিন্তু অশান্তি, সংঘর্ষ আর বিতর্কে জর্জরিত এই কাশ্মীরের উপত্যকাতেই এবার উড়তে চলেছে সুউচ্চ তেরঙা জাতীয় পতাকা।

 পতাকা
India tv news

জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ১০০ ফুট উঁচু জাতীয় পতাকা তোলার পরিকল্পনা করেছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army), সম্প্রতি এমনটাই জানা গেছে সেনা সূত্রের খবরে। গতকাল অর্থাৎ ৭ ফেব্রুয়ারি আয়োজিত হয়েছিল ওই পতাকা উত্তোলনের শিলান্যাস অনুষ্ঠান। খুব শিগগিরই যে ১০০ ফুট উঁচু তেরঙা উড়তে দেখা যাবে জম্মু ও কাশ্মীর উপত্যকায়, সেনার তরফ থেকে তা নিশ্চিত করা হয়েছে।

রবিবার সংবাদমাধ্যমের কাছে ভারতীয় সেনার এক আধিকারিক জানান, সৌর ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে এই পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলমার্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০০০ ফুট উচ্চতায় এই পতাকা স্থাপন করা হবে। তিনি আরো জানান, গুলমার্গের এক বিখ্যাত স্কি-রিসর্টে এদিন ওই পতাকার শিলান্যাস হয়েছে। শিলান্যাস করেছেন ভারতীয় সেনাবাহিনীর ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং (GoC) মেজর বীরেন্দ্র ভাটস।

শুধু তাই নয়, এদিন গুলমার্গের এই পতাকা উত্তোলনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকারাও। জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবং অভিনেতা আরবাজ খানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এই শিলান্যাস। কাশ্মীর উপত্যকায় এই পতাকাই হতে চলেছে সর্বোচ্চ। এছাড়া জানা গেছে, এদিনের শিলান্যাস অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে সৌর ইন্ডাস্ট্রির আধিকারিক রমিত আরোরা জেনারেল অফিসার কমান্ডিং বীরেন্দ্র ভাটসকে উপহার দিয়েছেন এই পতাকার এক ক্ষুদ্র প্রতিরূপ।