নিজস্ব সংবাদদাতা: বাংলায় একের পর এক দুর্ধর্ষ সিনেমা বানানোর পর এবার বলিউডে পা রাখছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। টলিউডে একাধিক সিনেমায় অসামান্য পরিচালনা এবং অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জিতেছেন আগেই। এবার সোজা বলিউডে পা‌। আসছে তাঁর প্রথম হিন্দি ছবি ‘মনোহর পান্ডে’। গতকাল থেকেই কলকাতায় শুরু হয়ে গেল তার শ্যুটিং।

কৌশিক
The economic times

৪ বার জাতীয় পুরস্কারসহ আরও একাধিক পুরস্কার রয়েছে কৌশিক গাঙ্গুলির ঝুলিতে। তাঁর ছবি মানেই তাতে থাকে এক অন্য ধারা। থাকে শক্ত গল্পের বাঁধুনি। যারা এখনও পর্যন্ত তার সঙ্গে কাজ করেননি, তাঁদের মধ্যে অনেক অভিনেতা-অভিনেত্রীরাও অপেক্ষা করেন প্রিয় ‘কেজি’র ছবিতে কাজ করার। বাংলার পর এবার হিন্দি ছবিতে সেই ম্যাজিক দেখাতে চলেছেন কৌশিক গাঙ্গুলী। ছবির নাম ‘মনোহর পান্ডে’। নিসপাল সিংয়ের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের ব্যানারেই তৈরি হচ্ছে ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রঘুবীর যাদব, সৌরভ শুক্লা, সুপ্রিয়া পাঠক কাপুর। সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন জিৎ গাঙ্গুলী।

IMG 20210128 WA0032
Anandabazar

চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ গতকাল এই ছবির পোস্টার ট্যুইট করেছেন। শেয়ার করা সেই পোস্টার দেখে বোঝা যাচ্ছে ছবির গল্পে রয়েছে কলকাতার প্রেক্ষাপট। এমনকি কিছু সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে ছবিটি। উল্লেখ্য, কৌশিক গাঙ্গুলীর শেষ মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘জ্যেষ্ঠপুত্র’ যথেষ্ট প্রশংসিত। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী।

এছাড়াও তাঁর পাইপলাইনের রয়েছে আরও একাধিক ছবি। যার মধ্যে উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় ‘লক্ষ্মী ছেলে’ ছবিটিও রয়েছে। এখানে মূল চরিত্রে রয়েছেন উজান গাঙ্গুলী, চুর্ণী গাঙ্গুলী, বাবুল সুপ্রিয়রা। এছাড়াও তাঁর আরেক ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এ প্রথমবার জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চ্যাটার্জী। এছাড়াও রয়েছেন চুর্ণী গাঙ্গুলী। বাংলা ইন্ডাস্ট্রিতে সকলের মন জয় করার পর তাঁর নতুন এই সূচনায় সকলেই খুবই খুশি।