image 1

হাথরাসের নারকীয় ঘটনায় কোণঠাসা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনথ বাংলায় প্রচারে এসে মহিলাদের জন্য ঢালাও প্রতিশ্রুতির কথা শোনালেন। বৈদবাটিতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নেমে যোগী সাফ বললেন, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’ তৈরি করা হবে। বাংলার মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই স্কোয়াড করা হবে বলে যোগী জানিয়েছেন।

আরও পড়ুন: সিঙ্গুর কি এখনও মমতার পাশে? জবাব দেবে একুশের নির্বাচন

চাঁপদানি কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ সিংয়ের হয়ে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইনশৃঙ্খলা নিয়ে ব্যর্থতা তুলে ধরে যোগী বলেন, ”বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুণ্ডারা ঘুরে বেড়ায়, তাঁদের জন্য স্কুলের বাইরে ঘুরবে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’।”

উত্তরপ্রদেশের হাথরাসে মহিলাকে ধর্ষণের পর দেহ জ্বালানোর যে ছবি দেখে গোটা দেশ শিউড়ে উঠেছিল। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায় এসে মহিলা নিরাপত্তা নিয়ে ঢালাও প্রতিশ্রুতি দিলেন। যা নিয়ে যোগীকে তৃণমূল শিবির জোর কটাক্ষ করেছে। যোগী প্রতিশ্রুতি দেন, ” প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা-সব জায়গায় মহিলাদের পড়াশোনা পুরোপুরি বিনামূল্য করে দেওয়া হবে। বাস-ট্রামে চড়তেও টাকা লাগবে না মহিলাদের। বোঝাই যাচ্ছে মহিলা ভোটারদের কাছে পেতেই যোগীর এই প্রতিশ্রুতি। মহিলাদের জন্য ঢালাও প্রতিশ্রুতির পাশাপাশি রাজ্যে দুর্গাপুজো বন্ধের ঘটনা নিয়েও তৃণমূল সরকারকে একহাত নেন যোগী।