নিজস্ব সংবাদদাতা: ভারতে বর্তমানে অত্যাধিক হারে বেড়েই চলেছে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা। যার ফলে মহারাষ্ট্র, দিল্লীর মতো দেশের বেশ কয়েকটা রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। অনেকেই হেলথ কেয়ার সার্ভিস অভাবের কারণে নূন্যতম চিকিৎসাও করাতে পারছেন না। পাশাপাশি, মারণ করোনা ভাইরাস নিয়ে সতর্কতার বদলে বেশ কিছু গুজবও লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেই কারণে প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার খাতিরে কোভিড-১৯ পরীক্ষাটা করিয়ে নিতে চান।

কিন্তু কোথায় করাবেন কোভিড-১৯ পরীক্ষা? এই প্রশ্নের উত্তর আজও অনেকের কাছেই অজানা। সেই কারণেই তাঁরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন। অনেক সময় তো আবার পরীক্ষা না করিয়েই ফিরেও আসতে হচ্ছে। তবে বাড়ি থেকে বেরনোর আগে কোথায় কোভিড-১৯ পরীক্ষা হচ্ছে, সেটা আপনি জেনে নিতে পারবেন। অনেকেই এই তথ্য জানার জন্য গুগল ম্যাপ ব্যবহার করেন। একমাত্র এই গুগল ম্যাপ থেকেই আপনি জানতে পারবেন যে আপনার আশপাশে কোথাও কোভিড-১৯ টেস্ট সেন্টার রয়েছে নাকি নেই।

গুগল ম্যাপে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ফোন নম্বরও দেওয়া থাকে। সেই কারণে আপনি বাড়ি থেকে বেরনোর আগে একবার ফোন করে তথ্য সংগ্রহ করতে পারেন। এখানে ল্যাব সেন্টারের ফোন নম্বর, কখন খুলবে এবং কতক্ষণ খোলা থাকবে, সবকিছুই স্পষ্ট করে উল্লেখ করা থাকে। কোভিড-১৯ টেস্ট সেন্টার খোঁজার জন্য সবার আগে আপনাকে নিজের মোবাইলের গুগল ম্যাপ-টা ওপেন করতে হবে। সেখানে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে ‘covid test near me’ কিংবা ‘কোভিড-১৯ test’ লিখতে হবে। তবে সার্চ করার জন্য বিকল্প কি-ওয়ার্ড যেমন ‘covid testing’-ও লিখতে পারেন।

এটা অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসেও কাজ করে। এই দুটো স্মার্টফোন ব্যবহারকারীরা এই সম্পর্কে তথ্য জোগাড় করার জন্য গুগল ম্যাপ অ্যাপেও সোজা ক্লিক করতে পারেন। সেখানে আপনি এটাও জানতে পারবেন যে কোন সেন্টারটা সরকারি এবং কোনটা বেসরকারি। উল্লেখ্য, গতবছর জুন মাসে গুগল ম্যাপের সঙ্গে এই কোভিড-১৯ টেস্ট সেন্টার খোঁজার ফিচারটি যোগ করে দেওয়া হয়। এবার এখানেই প্রত্যেকে তাঁদের আশপাশে কোথায় সেন্টার রয়েছে, তা সহজেই খুঁজে বের করতে পারবেন।