হুগলির চুঁচড়ায় ভাঙচুর হল বিজেপির সাংসদ প্রার্থী লকেট চ্যাটার্জির গাড়ি। বিজেপি-র অভিযোগ লকেটকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে। যাতে এলাকা থেকে ভয়ে লকেট পালান, সেই লক্ষ্যেই হুগলির সাংসদ তথা চূঁচড়ার বিধায়কের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে বিজেপি-র অভিযোগ। শনিবার সকাল ১০.১৫ নাগাদ এই ঘটনা ঘটে। লকেটের অভিযোগ, চুঁচুড়া বিধানসভার ৬৬ নং বুথে ভোটে অনিয়ম করেছিলেন তৃণমূলের মহিলা কর্মীরা। সেটা রোখার চেষ্টাতেই এই হামলা। প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই প্রতি নির্বাচনেই ভোটের দিন চষে বেড়ান লকেট। ২০১৬ বিধানসভাতেও লকেটকে রণংদেহি মেজাজে দেখা গিয়েছিল। ২০১৯ লোকসভাতেও তাঁর কেন্দ্রে চষে বেরিয়েছিলেন হুগলির সাংসদ।

আরও পড়ুন: কত সম্পত্তির মালিক মদন মিত্র! শুনলে চমকে যাবেন

একটি ভিডিওতে দেখা যাচ্ছে লকেট গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েকজন মানুষ। নিরাপত্তারক্ষীরা বাধা দিলেও লকেটের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা। ভিডিওটির একেবারে শেষের দিকে দেখা যায়, গাড়ির কাঁচ ভাঙা হল। তৃণমূলের কয়েকজনের দাবি, ভিডিওটিতে দেখা যাচ্ছে লকেটের গাড়ির কাঁচ ভেঙে বাইরে পড়েছে। সেটাতেই তাদের প্রশ্ন, বাইরে থেকে ইঁট ছোঁড়া হলে লকেটের গাড়ির কাঁচ ওভাবে ভিতরের দিকে না পড়ে, বাইরের দিকে পড়ল কেন? যদিও ভিডিওটিতে একেবারেই পরিষ্কার নয়, তাই বোঝা যাচ্ছে না সবটা।

https://fb.watch/4N0-c-zecs/

এদিকে, দিনহাটায় তুমুল ঝামেলা। তৃণমূলের এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগে ধুন্ধুমার গোটা এলাকা। ঝামেলার খবর এল শীতলকুচি থেকেও। সেখানে চলল গুলি। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। লাঠিচার্জ করে পুলিস। শীতলকুচি থেকে এল মৃত্যুর খবর।

এই ঘটনাটির ভিডিও দেখুন এইখানে