নিজস্ব সংবাদদাতা- একেই বলে প্রেম। অভিজ্ঞরা বলে থাকেন ভালোবাসার নির্দিষ্ট কোনো সময় নেই। স্থান-কাল-পাত্র ভুলে যদি কারোর মনে ভালোবাসার অনুভূতি প্রবল হয়ে ওঠে তা নাকি সবচেয়ে খাঁটি হয়। ঠিক সেরকমই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ভারতীয় পুরুষ জুম কলের মাধ্যমে অফিসের মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন। ঠিক সেই সময় তার স্ত্রী ঘরে ঢুকে স্বামীকে চুম্বন করতে যান।
ভিডিও দেখে বোঝা যাচ্ছে মহিলাটি সম্ভবত বুঝতে পারেননি তার স্বামী অফিসের মিটিং-এ আছেন। আসলে ওই ভদ্রলোক এমনভাবে ল্যাপটপের দিকে তাকিয়েছিলেন যাতে বোঝা দুষ্কর তিনি মিটিংয়ে আছেন কিনা! মহিলাটি স্বামীকে আদর করে চুমু দিতে গেলে ভদ্রলোক শেষ মুহূর্তে বিষয়টি বুঝতে পেরে কোনোরকমে মাথা সড়িয়ে নেন। এবং স্ত্রীকে কম্পিউটার স্ক্রিনের দিকে আঙুল দেখিয়ে বুঝিয়ে দেন মিটিং চলছে। সবচেয়ে মজার বিষয় ওই মহিলা একটুও অপ্রস্তুত না হয়ে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে মিষ্টি হেসে চলে যান।
পুরুষ ভদ্রলোকটি শেষ মুহূর্তে মাথা সরিয়ে নিয়ে স্ত্রীয়ের চুম্বনের কবল থেকে রেহাই পেলেও জুম মিটিং-এ উপস্থিত সহকর্মীরা ততক্ষনে গোটা ঘটনাটি দেখে ফেলেছেন। তারা এতে বেশ মজা পান। সবাই মহিলাটির প্রশংসা করার পাশাপাশি পুরুষটিকে বেরসিক বলে চিহ্নিত করেন।
সোশ্যাল মিডিয়ায় জুম মিটিং-এর এই ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর অনেকেই বলছেন ওই মহিলাটিকে দেখেই বোঝা যাচ্ছে তার ভালোবাসা অত্যন্ত সরল এবং পবিত্র। তাই স্বামী মিটিং-এর জন্য ল্যাপটপ স্ক্রীনের দিকে নজর করালেও তিনি একটু অপ্রস্তুত হননি। আবার অনেকে বলছেন স্বামীটির উচিত ছিল স্ত্রীয়ের ডাকে সাড়া দিয়ে চুম্বন করা, তাতে মহাভারত একটুও অসুদ্ধ হতো না। সবচেয়ে মজার বিষয় এদেশের প্রথম সারির শিল্পপতি আনন্দ মহিন্দ্রা, হর্ষ গোয়েঙ্কারাও এই জুম মিটিং-এর ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন। তারা এটি সামাজিক মাধ্যমে শেয়ারও করেন।