ভারত: ৩১৭/৫
ইংল্যান্ড: ২৫১
ভারত জয়ী ৬৬ রানে, সিরিজ ১-০ এগিয়ে গেল ভারত
পুণেতে ভারতীয় ক্রিকেটের সূর্যোদয়। ক্রুনাল পান্ডিয়া, প্রসিধ কৃষ্ণা। ওয়ানডে ক্রিকেটে আজ একই সঙ্গে অভিষেক হল দু’জনের। আর দুজনেই অভিষেক ওয়ানডেতে একেবারে স্মরণীয় রেকর্ড পারফরম্যান্স করে দেশকে দুরন্ত জয় এনে দিলেন। জোড়া অভিষেকের আলোয় পুণেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে টেস্ট, টি টোয়েন্টি-তে প্রথম ম্যাচে হারলেও ওয়ানডে-তে তার ব্যতিক্রম হল। একেবারে কোণঠাসা জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে দুই অভিষেক হওয়া ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্সে ভর করে জিতলেন কোহলিরা। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
আরও পড়ুন: বারবার দশবার হারের রেকর্ডটা এবার ভাঙতে চান রাহুল
ক্রুনাল পান্ডিয়া অভিষেক ম্যাচে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড করে দলকে বড় রানের ইনিংস গড়ে দেওয়ার পর, কেকেআর-এর প্রতিশ্রুতিবান তরুণ পেসার প্রসিধ কৃষ্ণা অভিষেকে চার উইকেট তুলে নিয়ে নজির গড়লেন। শেষ অবধি ভারত ৬৬ রানের বড় ব্যবধানে জিতলেও ইংল্যান্ড ম্যাচে দু বারক পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। প্রথমে ২০৫ রানের মধ্যে ভারতের অর্ধেক ইনিংস গুঁটিয়েও শেষ অবধি লোকেশ রাহুল-ক্রনাল পান্ডিয়ার রেকর্ড অবিচ্ছেদ্য ১১২ রানের পার্টনারশিপের কারণে চাপে পড়ে যাওয়া। তারপর জয়ের জন্য ৩১৭ রান তাড়া করতে নেমে ওপেনিং পার্টনারশিপে মাত্র ৮৬ বলে ১৩৫ রানের পার্টনারশিপ করেও, তারপর মাত্র ৪১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে ইংল্যান্ড। ক্রনালের পাশাপাশি ব্যাট হাতে দারুণ খেলেন শিখর ধাওয়ান (৯৮) ও লোকেশ রাহুল (৬২ অপরাজিত)। তেমনই প্রসিধ কৃষ্ণার পাশাপাশি বল হাতে অনবদ্য স্পেল করেন শার্দুল ঠাকুর (৩/৩৭)। জেসন রয়কে (৪৬) আউট করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটা কৃষ্ণাই দিয়েছিলেন। স্টোকসে ফিরিয়ে দ্বিতীয় ধাক্কাটাও কৃষ্ণার। তবে একেবারে বিধ্বংসী ফর্মে ব্যাট করা বেয়ারস্টো (৬৬ বলে ৯৪)-কে আউট করে বড় সফলতটা তোলেন শার্দুল।
সব মিলিয়ে পুণেতে একেবারে দুরন্ত জয় হল কোহলিদের। যেখানে অভিষেক ওয়ানডে-তে খেলা দুই ক্রিকেটার রেকর্ড গড়ে দলকে জেতালেন। সত্যি ভারতীয় ক্রিকেটে এখন স্বর্ণযুগ। এবার ভালয় ভালয় ওয়ানডে সিরিজটা জিতলে একশোয় একশো পাবেন কোহলিরা।