
টাকা মাটি, মাটি টাকা উক্তিটি রামকৃষ্ণ পরমহংদেবের। কিন্তু বর্তমান যুগের সাথে উক্তিটি সত্যি প্রাসঙ্গিক। টাকা জলের মতো। আর এই দুনিয়ায় টাকাই সব। টাকা থাকলে দুনিয়া আছে, আর টাকা না থাকলে দুনিয়া অন্ধকার। কিন্তু টাকা থাকার কিছু সমস্যা থাকে, সেটি হল খরচের সমস্যা, টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায়, সকলের একই সমস্যা, টাকা রোজগার হয় ঠিক কিন্তু সঞ্চয় হয় না। এর সঞ্চয় না থাকলে তো ভবিষ্যত অন্ধকার। তাই সঞ্চয় করতে শিখুন।
টাকা হাতে থাকে না বেড়িয়ে যায় ?
তাহলে অবলম্বন করুন এই পাঁচ পন্থা
আনুসাঙ্গীক খরচা কমানঃ
আপনার কাছে যতটুকু টাকা আছে সেখান থেকেই সঞ্চয় করার উপায় শিখতে হবে। টাকা থাকলেই খরচ করতে হবে তা না। অনেকেই লোক দেখানোর জন্য অনেক বাড়তি খরচ করে। তাই সেই সকল বাড়তি, আনুসঙ্গিক খরচ কমাতে হবে, সবসময় বাইরের খাবার খাওয়া, অনলাইন সপিং, অবাঞ্ছিত জিনিষ কেনা, বিউটি পার্লারে হাজার হাজার টাকা ওড়ানো এগুলো কমিয়ে ফেলতে হবে। তাই বলে এমন না কিছুই করবেন না, অবশ্যই করবেন কিন্তু বুদ্ধি খরচা করে।

ব্যাঙ্কে ফিক্সড ডিপোসিট করুনঃ
শুধু আনুসঙ্গিক খরচা কম নয় সাথে কিছু সর্ট টার্ম, লং টার্ম ফিক্স ডিপোসিট ও করতে হবে আর সেটাই বুদ্ধিমানের কাজ। কারন টাকা আপনার চোখের সামনে থাকলে খরচের জন্য হাত চুলকাবেই কিন্তু যদি ব্যঙ্কে ফিক্স থাকে তাহলে চাইলেও খরচা হওয়ার ভয় নেই।

পোষ্ট অফিসের রাস্তায় হাটুন
বর্তমান জেনারেশন যতই ব্যঙ্কের দিকে যাক না কেন পোষ্ট অফিসকে কিন্তু ভুললে চলবে না। ওটি শুধু চিঠি আদান প্রদানের জন্য নয় টাকা সঞ্চয়ের অন্যতম পথ। পোষ্ট অফিসে ব্যঙ্কের তুনলায় অনেকটাই শুধ বেশী পাওয়া যায়। তাই আপনার টাকা সেখানে জমান আর যা শুধ আসবে তা দিয়ে সংসার চালান, ব্যাস তালে আসল টাকায় হাত ও পড়বে না।

লাঞ্চ টাইমে লাঞ্চ বক্সের অভ্যাস করুন
তাড়াহুড়োর চোটে লাঞ্চ বক্স নিয়ে যাওয়া হয় না। মন বলে বাইরে মেলা দোকান সেখান থেকে কিছু খেয়ে নেব। কিন্তু কোনদিন খাতা পেন্সিল নিয়ে বসে হিসাব কষুন যে বাইরে ৩০ দিন খেলে আপনার কত টাকা খরচ হচ্ছে আর বাড়ির খাবার নিয়ে গেলে কত খরচ হচ্ছে । ফলাফল দেখবেন অর্ধেকের কম খরচা হচ্ছে বাড়ি থেকে টিফিন নিয়ে গেলে। আর তার থেকে বড় কথা বাইরের খাবার আপনার শরীরের জন্য হানিকারক এর ফলে রোগ ব্যাধির আগমন হবে, আর যেখানে রোগ সেখানেই ডাক্তার , আর ডাক্তার মানে ওষুধ। তাহলে সব মিলিয়ে ৪ গুন খরচা, তাই বাড়ির লাঞ্চ বক্স বেস্ট তাই তো ?

হিসাবের খাতে টাকা বরাদ্দ করুন
মাসের প্রথমেই হিসাব নিয়ে বসুন, যে খাতে কত টাকা লাগবে, সম্পুর্ন হিসাব থাকলে দেখবেন টাকার নয়ছয় হচ্ছে না। উল্টে আপনার হাতে টাকার সঞ্চয় হবে।
তাহলে আশা করি আর কোন চিন্তা রইল না আপনার, যে টাকা হাতে এলে কিভাবে খরচা করবেন বা কি ভাবে জমাবেন। আর যারা নতুন সংসার করছেন তাঁদের জন্য এই উপরিউক্ত টিপসগুলি অত্যন্ত উপকারী। তাই আর দেরি না করে মাঠে নেমে পড়ুন। আর আপনার মাথায় যদি অন্য কোন পন্থা জানা থাকে তাহলে অবশ্যই আমাদের জানান ।