ড্রেনের নোংরা জল মেশানো পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শতাধিক মানুষ

ফের বিতর্কের ঝড় যোগীরাজ্যে। ড্রেনের নোংরা জল মেশানো পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শতাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদ শহরের ইন্দিরাপুরম এলাকার অ্যাঞ্জেল মার্কারি সোসাইটিতে। এই এলাকায় পানীয় জল সরবরাহের দায়িত্বে রয়েছে উত্তরপ্রদেশ জল নিগম। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত তিনদিন ধরে ওই সোসাইটির বহু বাসিন্দা অসুস্থ হয়ে পড়ছেন। কেউ বমি করছেন, কেউ আবার অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছেন। প্রথমে তারা ভাবেন খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটা হয়েছে। কিন্তু পরে বুঝতে পারেন পানীয় জল থেকেই এই সমস্যার উৎপত্তি। জলে দুর্গন্ধ পাওয়ার কথাও জানিয়েছেন তারা।  যদিও জল নিগমের আধিকারিকরা এই অভিযোগকে নস্যাৎ করে জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যে সমস্যাটি মিটিয়ে ফেলেছেন,এখন গোটা  বিষয়টা তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এই ঘটনার জেরে এখনও ক্ষুব্ধ গোটা এলাকাবাসী।