নিজস্ব সংবাদদাতা- তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং পাহাড়ের তিনটি আসন ছেড়ে রেখে বাকি ২৯১ টি কেন্দ্রে লড়াই করবেন তৃণমূল প্রার্থীরা। এবারের তালিকায় আগে থেকেই অনুমান করা হচ্ছিল একঝাঁক তারকা তৃণমূলের হয়ে লড়াই করতে চলেছেন। যাবতীয় জল্পনাকে সত্যি করে মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে সায়ন্তিকা চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সোহমের মতো টলিউড তারকারা জায়গা পেয়েছেন। এর পাশাপাশি বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা মন্ডল এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জীর স্ত্রী রত্না চ্যাটার্জী তৃণমূলের টিকিট পেয়েছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল তারকাদের মূলত কঠিন আসনগুলিতে প্রার্থী করা হয়েছে।
বাঁকুড়া কেন্দ্রটি লোকসভা ভোটের নিরিখে যথেষ্ট বিপজ্জনক তৃণমূলের পক্ষে। সেখানে প্রার্থী করা হয়েছে সায়ন্তিকা চট্টোপাধ্যায়কে। অন্যদিকে যে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং-এর দাপটে তৃণমূল কোণঠাসা সেখানে প্রার্থী করা হয়েছে টলিউড পরিচালক রাজ চক্রবর্তীকে। সেইসঙ্গে পুরানো ঘাঁটি সবং-এ প্রার্থী করা হয়েছে রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়াকে।
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের পক্ষে যথেষ্ট কঠিন। সেখানে সদ্য দলে যোগ দেওয়া তারকা সায়নী ঘোষকে প্রার্থী করেছে দল। এর পাশাপাশি হুগলির চন্ডিপুরের মতো কঠিন কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সোহম চক্রবর্তীকে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দলের প্রথম সারির নেতাদের নিরাপদ আসনে প্রার্থী করে তারকাদের দিয়ে কঠিন আসনগুলি জেতার চেষ্টা করছে তৃণমূল। সে ক্ষেত্রে তারকার জিতলে ভালো, না জিতলে দলের ওপর খুব একটা বড় আঘাত নেমে আসবে না। লক্ষণীয় বিষয় হল বঙ্গ রাজনীতিতে পারিবারিক কোন্দলের হাত ধরে শিরোনামে উঠে আসার রত্না চ্যাটার্জী বা সুজাতা মন্ডল খাঁ’কে প্রার্থী করে রাজ্যের মহিলাদের পাশে থাকার বার্তা দিতে চেয়েছে শাসকদল। যেমন সাঁওতালি চলচ্চিত্র তারকা বিরবাহা হাঁসদাকে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী করে আদিবাসী সমাজের কাছে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রটিতে ইতিমধ্যেই বিজেপি প্রাধান্য প্রতিষ্ঠা করেছে।
ভোট বিশেষজ্ঞদের একাংশের অভিমত আশ্চর্যজনকভাবে তৃণমূল তারকাদের গ্রামের আসনগুলিতে ঠেলে দিয়েছে দল। সেখানে সায়ন্তিকা, সোহমের জনপ্রিয়তা থাকলেও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সায়নী ঘোষের সেভাবে জনপ্রিয়তা না থাকার কথা। কারণ তিনি মূলত শহর কলকাতা কেন্দ্রিক অঞ্চলের মানুষের কাছে পরিচিত। ব্যারাকপুরে রাজ চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। হিন্দিভাষী প্রধান এই বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তীকে প্রার্থী করে খুব একটা সুবিধা করা যাবে কিনা তা নিয়ে অনেকেই সংশয়ে আছেন।