নিজস্ব সংবাদদাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের রণডঙ্কা ইতিমধ্যেই বেজে গিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৭ মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে ভোট গ্রহণ পর্ব। আগামী ৬ এবং ১০ এপ্রিল, যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ দফায় হাওড়া জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মাঝখানে আর মাত্র ২০ দিন মতো সময় রয়েছে সেখানে প্রচারের জন্য। ১ সপ্তাহ আগেই রাজ্যের শাসকদল তাদের প্রার্থীতালিকা প্রকাশ করেছে। তারপর থেকে এই ক’দিনে শাসকদলের প্রার্থীরা কর্মীসভা সেরে বাড়ি বাড়ি প্রচারপর্বও শুরু করে দিয়েছেন। এখন সকাল-বিকেল চলছে জনসংযোগ।
সেখানে অন্যতম দুই বিরোধী শক্তি বিজেপি এবং বামজোটের অন্তর্গত কংগ্রেস ও আইএসএফ-র এখনও কোনও প্রার্থী না ঘোষণা হওয়ায় প্রচারের প্রথম ধাপেই তারা বেশ কিছুটা পিছিয়ে পড়েছে বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল। গত বুধবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সংযুক্ত মোর্চা জোটের বামফ্রন্টের অর্ন্তভুক্ত দলগুলির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছেন। তারপর সেই সব কেন্দ্রগুলিতে বাম কর্মী-সমর্থকরা জোরদার প্রচারও শুরু করে দিয়েছেন। বিমানবাবুই জানান, হাওড়ায় শ্যামপুর, উদয়নারায়ণপুর, মধ্য হাওড়া এবং আমতা কেন্দ্রে লড়বে কংগ্রেস।
এছাড়া পাঁচলা, জগৎবল্লভপুর কেন্দ্রে প্রার্থী দেবে আইএসএফ। উলুবেড়িয়ার একটি বিধানসভা কেন্দ্রের এখনও কোনও ফয়সালা হয়নি বলেও জানান তিনি। সেই ঘোষণার পর এতদিন কেটে গেলেও সংযুক্ত মোর্চার দুই শরিক দল এখনও অবধি কোনও প্রার্থীতালিকা প্রকাশ করতে পারেনি। তাই এই কেন্দ্রগুলিতে গত ক’দিনে একচেটিয়া প্রচার চালিয়েছে তৃণমূল। বাম-কংগ্রেস কর্মীরা দেওয়ালে সাদা রঙ করে রাখলেও প্রার্থীর নাম না আসায় তা ফাঁকাই রেখেছেন। এসব এলাকার মোর্চা সমর্থকরাও এই বিলম্বের জন্য কিছুটা মুষড়ে পড়েছেন বলে অনেকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে। বিজেপির অবস্থাও একইরকম। গত রবিবার পর্যন্ত তারা ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নিয়েই ব্যস্ত ছিলেন। তারপর এখনও অবধি নাম ঘোষণা না হওয়ায় দলের কর্মী-সমর্থকরা আপাতত সরাসরি ভোটপ্রচারে নামতে পারেননি।
এদিকে, গত বৃহস্পতিবার হাজার হাত কালীমন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি ভোটপ্রচার শুরু করে দেন মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরূপ রায়। উত্তর হাওড়ার প্রতিটি অলিগলি তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে পোস্টার ও ব্যানারে ছেয়ে গিয়েছে। যদিও উত্তর হাওড়া কেন্দ্রে বামজোটের প্রার্থী পবন সিংয়ের প্রচারও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। জগৎবল্লভপুরে তৃণমূলের সীতানাথ ঘোষ নিয়মিত জনসংযোগ শুরু করে দিয়েছেন। প্রচারের বিষয়ে হাওড়া সদর জেলার তৃণমূল চেয়ারম্যান তথা মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায় বলেন, হাওড়ায় আমাদের শক্তিশালী সংগঠন রয়েছে। প্রার্থীতালিকা প্রকাশের পর যাঁদের সমস্যা হয়েছে, তাঁরা কেউ অন্যদিকে চলে গিয়েছেন। বেশিরভাগই দলের সঙ্গে থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত। বিধানসভা নির্বাচনে আমরাই জিতব।