নিজস্ব সংবাদদাতা- দেশের ক্রীড়া প্রেমীদের সুখবর শোনাল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে সমস্ত আউটডোর স্পোর্টসের ক্ষেত্রে স্টেডিয়ামগুলিতে ১০০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। অবশ্য প্রতিটি দর্শককেই আবশ্যিক করোনা বিধি মেনে চলতে হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দীর্ঘ প্রায় এক বছর ধরে দেশের কোনো মাঠেই দর্শক প্রবেশ করতে পারেনি। করোনা সংক্রমণ রোধ করতে গত বছরের মার্চ মাসে দেশে লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। এরপর লকডাউন উঠলেও প্রথম দিকে খেলা শুরু করার অনুমতি দেওয়া হয়নি। পরবর্তী পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলেও দর্শক প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কয়েকদিন আগেই কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীকের তরফ থেকে নির্দেশ জারি করে জানানো হয় ফেব্রুয়ারি মাস থেকে আউটডোর স্পোর্টসের ক্ষেত্রে প্রতিটি স্টেডিয়ামে মোট দর্শক সংখ্যার ৫০ শতাংশ প্রবেশ করতে পারবে। আজ নতুন নির্দেশিকা জারি করে ১০০ শতাংশ দর্শক প্রবেশের বিষয়টি জানানো হয়।
প্রসঙ্গত এরমধ্যে দেশের মাটিতে লকডাউন পরবর্তী সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা হিসাবে গোয়ায় আইএসএল চলছে। যদিও দর্শকশূন্য অবস্থাতেই গোয়ার মাঠে আইএসএল হচ্ছে। এরমধ্যে আইপিএল আয়োজিত হলেও তা দেশের মাটিতে না হয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে হয়। সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টও দর্শকশূন্য অবস্থাতেই হচ্ছে। কলকাতার মাঠে শুরু হয়েছে আই লিগ, তাও দর্শকশূন্য মাঠেই হয়ে চলেছে। যদিও এই সমস্ত টুর্নামেন্ট দর্শকশূন্য মাঠে এবং খেলোয়াড়-কর্মকর্তাদের বায়ো বাবলের মধ্যে রেখেই সংস্থাগুলি আয়োজিত করছে।
সামনেই ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ আছে। ক্রীড়াপ্রেমীদের অনেকেই আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীকের এই নির্দেশিকার পর বিসিসিআই এবার মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেবে। যদিও এই বিষয়ে বিসিসিআইয়ের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু ঘোষণা করা হয়নি।
ইংল্যান্ড, স্পেন, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের সময় মাঠেতে ৫০ শতাংশ করে দর্শক প্রবেশের অনুমতি আগেই দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরের সময়ও সে দেশের প্রতিটি স্টেডিয়ামে দর্শক প্রবেশ করেছিল।