নিজস্ব সংবাদদাতা- পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে উপলক্ষে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপের কথা ঘোষণা করা হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার সময় মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা জানান পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ করার ক্ষেত্রে তারা স্বাস্থ্যবিধির দিকে কড়া নজর রেখেছেন।

করোনা আবহে ভোট হচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচনী আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি যাই হোক ভোটগ্রহণ কেন্দ্রের এক তলাতেই সমস্ত বুথ তৈরি করতে হবে। প্রসঙ্গত এক তলাতেই বেশিরভাগ বুথ তৈরি হলেও এর আগে বিশেষ কিছু ক্ষেত্রে ভোটগ্রহণ কেন্দ্রের দ্বিতীয় তলেও বেশ কিছু নির্বাচনী বুথ তৈরীর নজির আছে।

বয়স্ক ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দানের সুযোগ রাখছে কমিশন। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে। ভোটের সময় রাজনৈতিক দলগুলোর প্রচার পর্বেও বেশ কিছু নির্বাচনী বিধি নিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। স্বাস্থ্যবিধির দিকে লক্ষ রেখেই এই সমস্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।নির্বাচন কমিশন যেমন নির্বাচনী সভায় অতিরিক্ত ভিড় না করার দিকে রাজনৈতিক দলগুলিকেও লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছে, তেমনি প্রার্থীদের রোড শো’তে পাঁচটির বেশি গাড়ি রাখা যাবে না বলেও জানিয়ে দিয়েছে। ঘরে ঘরে প্রচারের ক্ষেত্রেও প্রার্থী সহ মোট পাঁচ জনের বেশী মানুষ যেতে পারবে না বলে জানিয়েছে কমিশন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রিটার্নিং অফিসারের দপ্তরের প্রার্থীর সঙ্গে কেবল মাত্র তার নির্বাচনী এজেন্ট প্রবেশ করতে পারবে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানত হিসেবে প্রার্থীদের যে অর্থ প্রদান করতে হয় তা এবারে অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হবে বলেও কমিশন জানায়।

পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ৩০ লক্ষ ৮০ হাজার টাকা খরচ করতে পারবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রার্থীদের খরচের ওপর কড়া নজর রাখার জন্য বি মুরলী কুমার নামে একজন বিশেষ অফিসারকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে।