বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মাকে ঘিরে বিক্ষোভের ভিড় আর যেন ঠেকানো যাচ্ছিল না। মুম্বই পুলিশের পর বিজেপি নেত্রীকে তলব করেছিল কলকাতা পুলিশ। আগামী ২০ জুনের মধ্যে নারকেল ডাঙ্গা থানায় ডেকে পাঠানো হয়েছিল নূপুরকে।
টেলিভিশন চ্যানেলে একটি আপত্তিকর মন্তব্য করায় নূপুর শর্মা দেশের বিভিন্ন প্রান্তে যেন বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল। নূপুরের বিরুদ্ধে এফ এই আর দায়ের করা হয়েছিল বিভিন্ন থানায়, তাঁর গ্রেফতারের দাবি উঠেছিল বিভিন্ন মহলে।
ভারতীয় দন্ডবিধির ৪১ এ ধারায় নূপুরকে নোটিশ পাঠানো হয়েছিল হাজিরার জন্য। একটি ধার্মিক কটূক্তি যে এই পর্যায়ে পৌঁছতে পারে, তার আন্দাজ করতে পারেননি নূপুর। তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল নূপুরের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এফ আই আর দায়ের করেছিলেন। দ্রুত গ্রেফতার করা না হলে সুপ্রিম কোর্টে আবেদন করার হুমকিও দিয়েছিলেন মামলাকারী।
মুম্বই পুলিশও তাঁকে তলব করেছিল। ২৫ জুন সকাল ১১ টায় মুম্বই পুলিশের কাছে নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেখানে তাঁর আপত্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বয়ান রেকর্ড করা হয়েছিল। আপত্তিকর মন্তব্যের ভিডিও ফুটেজটি সংশ্লিষ্ট চ্যানেলের কাছ থেকে চেয়েও পাঠিয়েছিল পুলিশ।