নিজস্ব সংবাদদাতা- আজ সকালে বাবুল সুপ্রিয় টুইট করেছিলেন ‘বেটি পারায়া ধন’। অর্থাৎ মেয়ে পরের সম্পত্তি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুলের এই টুইটের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন ‘মেয়েরা পরের সম্পত্তি, এবারে বিদায় দেব’। রাজনৈতিক দ্বন্দ্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া বা বিদায় করার মতো শব্দগুলি আলাদা করে বিতর্ক তৈরি করে না। কিন্তু দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘মেয়েরা’ পরের সম্পত্তি লেখায় এই বিজেপি নেতার টুইটকে ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়। এমনকি তার নিজের দলের মহিলা নেতৃত্ব পর্যন্ত তার পাশে দাঁড়ায়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে টুইট ডিলিট করলেন বাবুল সুপ্রিয়।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মেয়েদের পরের সম্পত্তি বলায় তার বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিজেপি যে মহিলাদের সম্মান দিতে জানে না তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। প্রসঙ্গত এর আগে উত্তর ভারতের বিজেপি নেতাদের একাধিক মন্তব্যকে সামনে তুলে এনে তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে নারী বিদ্বেষের পাশাপাশি মহিলাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার অভিযোগ সামনে নিয়ে এসেছে।
এই ভোটের মরসুমে এ রাজ্যের একজন শীর্ষ স্তরের বিজেপি নেতার এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি তা পরিষ্কার হয়ে যায়। দুই বিজেপি সাংসদের কথায় তা পরিষ্কার হয়ে যায়। লকেট চ্যাটার্জি সরাসরি বাবুল সুপ্রিয়র এই মন্তব্যের বিরোধিতা করে জানিয়ে দেন এটা দলের কথা নয়, এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় মন্ত্রীর ব্যক্তিগত অভিমত। এতোটা কড়া অবস্থান না নিলেও বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলির বক্তব্য, “বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন। কিন্তু আরও সতর্ক হয়ে কথা বলা উচিত।”
তৃণমূল নেতা তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, “আমি নিজে তিনটি মেয়ের বাবা। মেয়েদেরকে কখনোই পরের সম্পত্তি বলে মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমারও বাড়ির মেয়ে, নিজের লোক। কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের মধ্য দিয়ে বিজেপির নারী বিদ্বেষী মনোভাব ফুটে উঠছে। বাংলার নারী-পুরুষ নির্বিশেষে বিজেপির এই মনোভাব সহ্য করবে না।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাবুল সুপ্রিয় শেষ পর্যন্ত টুইট সরিয়ে নিলেও তারই মধ্যে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এমনিতেই তাঁর দলের বিরুদ্ধে নারী বিদ্বেষের তকমা ছিল। কিন্তু তার এই টুইট ভোটের সময় মানুষের মধ্যে সেই ধারণাকে আরও দৃঢ় করে তুলবে।