নিজস্ব সংবাদদাতা- ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হলদিয়া সফরকে কেন্দ্র করে আজ একটি টুইট করেন বিজেপির সংসদ তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। এই টুইটের পরেই রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। সৌমিত্র খাঁ দাবি করেন ৭ ফেব্রুয়ারির সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং টলিউড সুপার স্টার তথা তৃণমূল সাংসদ দেব।

সৌমিত্র খাঁ-র এই টুইট সামনে আসার পরই আমন্ত্রণ জানানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করেন দেব। জানিয়ে দেন ‘ব্যস্ততা থাকায়’ তিনি ওই দিন উপস্থিত থাকতে পারবেন না। দেব উপস্থিত না থাকার বিষয়টি নিশ্চিত করলেও শিশির অধিকারী এখনও পর্যন্ত কিছু জানাননি। প্রসঙ্গত এই টুইট প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। অনেকে মনে করতে শুরু করেন আবার বড়োসড়ো ভাঙন ধরতে চলেছে তৃণমূলে।

ঘটনা হল ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হলদিয়া আসছেন ভারত পেট্রোলিয়ামের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করতে। সরকারি প্রটোকল অনুযায়ী হলদিয়ার স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ঐদিনের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। একইরকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকদের তরফ থেকে।

কিন্তু বিতর্ক তৈরি হয় দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানোর পর থেকেই। এই তৃণমূল সাংসদ জানিয়ে দেন তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর থেকেই অধিকারী পরিবারের দুই সাংসদকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত কয়েকদিনে শুভেন্দু অধিকারীর বড় ভাই দিব্যেন্দু অধিকারী বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইতিমধ্যেই তিনি বেশ কিছু হাসপাতালের পরিচালন সমিতি থেকে ইস্তফা দেন। এর পাশাপাশি বিভিন্ন কলেজের পরিচালন সমিতি থেকেও সরে গিয়েছেন। এই সমস্ত ঘটনা ঘটার ফলে জল্পনা শুরু হয়েছে তবে কি অধিকারী পরিবারের এই সদস্যটিও বিজেপিতে যোগ দিতে চলেছে?

জল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কিনা জানা নেই, তবে শিশির অধিকারী স্থানীয় সাংসদ না হওয়া সত্ত্বেও তাকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অনেকেই মনে করছেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা রাজ্যবাসীকে সুনির্দিষ্ট বার্তা দিতেই শিশির বাবুকে আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। সরকারি অনুষ্ঠানের পর হলদিয়ায় প্রধানমন্ত্রীর দলীয় কর্মসূচীও আছে। সেদিন হলদিয়ায় রাজ্য বিজেপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন হয়তো প্রধানমন্ত্রীর হাত ধরেই আবার অধিকারী পরিবারে পদ্ম ফুটতে চলেছে!