নদীয়ার কৃষ্ণগঞ্জ এর গোবিন্দপুরে এক দরিদ্র কৃষক আক্কাচ আলী মন্ডল অভাবের তাড়নায় প্রতিবেশী আনোয়ার মন্ডল কে জমি বন্দক রাখেন। চুক্তি থাকে যে দিন টাকা পরিশোধ করে দেবেন সে দিনই চাষের জমি ফেরত দেওয়া হবে। পরিবর্তে ওই জমিতে ফসল ফলাবে আনোয়ার । কিন্তু গত পরশুদিন বিজেপির মিটিংয়ে যাওয়ার অপরাধে আজ বাড়িতে হঠাৎ ই আক্রমণ চালায় এবং বলে 30000 টাকা ফেরত দিতে। কিন্তু ওই ব্যক্তি টাকা ফেরত দিতে না পারায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এর পরই আক্কাচ আলী কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানায় আনোয়ার মন্ডল ও মজিত মন্ডলের বিরুদ্ধে। বর্তমানে আক্কাচ আলী কৃষ্ণগঞ্জ গ্রামীন হসপিটালে চিকিৎসাধীন। তদন্তে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তৃণমূলের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার কিংবা আটক করা হয়নি।