নিজস্ব সংবাদদাতা- বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা থেকে দূরে রাখতে কেবলমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলি নয়, বিভিন্ন সামাজিক ও গণ আন্দোলনের সংগঠনগুলিও রাস্তায় নেমেছে। বেশকিছু গণ সংগঠন একত্রিত হয়ে ‘নো ভোট টু বিজেপি’ নামে একটি মঞ্চ গঠন করেছেন। এই নতুন সংগঠনটি সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার চালাচ্ছে না। এদের মূল লক্ষ্য বিজেপির বিরুদ্ধে রাজ্যবাসীকে সচেতন করে তোলা এবং রাজ্যবাসীরা যাতে বিজেপির বিরুদ্ধে ভোট দেয় তা সুনিশ্চিত করা। মঞ্চের অন্যতম প্রধান উদ্যোক্তা মানবাধিকার আন্দোলনে রাজ্যের প্রথম সারির মুখ সুজাত ভদ্র।

প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যাবেলায় যাদবপুরের ৮-বি চত্বরে নো ভোট টু বিজেপি মঞ্চের ডাকে একটি পথসভা আয়োজিত হয়। সেই পথসভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে স্বাভাবিকভাবেই বিজেপি বিরোধিতার সুর সপ্তমে চড়ান। এ প্রসঙ্গে তারা বারে বারে উত্তরপ্রদেশের কথা যেমন টেনে এনেছেন তেমনি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের নানা অর্থনৈতিক নীতির কথা উল্লেখ করেন। তবে আন্দোলনকারী কৃষকদের ট্রাক্টর মিছিলের কথাই বারে বারে ঘুরে ফিরে এসেছে বক্তাদের মুখে। প্রখ্যাত গায়িকা মৌসুমী ভৌমিক তার গানের মাধ্যমে বিজেপির বিরোধিতা করার জন্য সাধারণ মানুষকে আহ্বান করেন। শেষে প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত শ্রোতাদের কৃষক আন্দোলনের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়।

বিজেপি বিরোধী মঞ্চের অন্যতম প্রধান সংগঠক সুজাত ভদ্র তার বক্তৃতায় বলেন, “আমরা বন্দিমুক্তি কমিটি, বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষাকারী সংগঠনট মিলে এই মঞ্চ গঠন করেছি। আমাদের উদ্দেশ্য তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের হয়ে ভোট প্রচার করা নয়। ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার বিষয়। আমাদের মূল বক্তব্য আর যাকেই ভোট দিন বিজেপি-কে ভোট দেবেন না। ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে রাজ্যবাসীকে একজোট করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা থেকে বিজেপিকে আটকাতেই হবে। এ রাজ্যে অতীতে যারা শাসন করেছে কংগ্রেস-বামফ্রন্ট-তৃণমূল, তারা কেউ যে ধোয়া তুলসী পাতা ছিল তেমন দাবি আমরা করছি না। কিন্তু ফ্যাসিবাদী আগ্রাসন আটকাতে গিয়ে আমরা এই বিভাজনকে আপাতত তুলে রাখছি। আগে বিজেপিকে আটকাব, তারপর বাকি সব আবার দেখা যাবে।”

নাগরিক সমাজের একাংশের এই বিজেপি বিরোধী উদ্যোগকে স্বাভাবিকভাবেই রাজ্যের গেরুয়া শিবির ভালোভাবে নেয়নি। যদিও নো ভোট টু বিজেপি মঞ্চের প্রতি আপাতত উপেক্ষার নীতি নিয়েছে বিজেপি। তাদের বক্তব্য এসব কিছু করেও তাদেরকে রাজ্যের ক্ষমতায় আসা থেকে কেউ আটকাতে পারবেনা। প্রসঙ্গত রাজ্যের মন্ত্রী তথা প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু এর আগে নো ভোট টু বিজেপি মঞ্চকে স্বাগত জানান।