বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদের হুমকি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের।
গত কয়েক মাসে শতাধিক পুকুর ভরাটের অভিযোগ পেয়েছেন বলে দাবি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। পুরসভার কাউন্সিলরদের নিয়ে নিজে গেছেন। পুকুর ভরাট বন্ধ করেছেন। দাবি করেছেন কিছু সমাজ বিরোধী এসব করছে। পুলিশ প্রশাসন ভূমি দপ্তরকে তিনি অভিযোগ করেছেন। তা সত্ত্বেও পুকুর ভরাট চলছেই। সোমবার চুঁচুড়া শহরে দুটি পুকুর ভরাটের অভিযোগ পেয়ে বিধায়ক হাজির হন ঘটনাস্থলে।
পুরসভার ২৯ নং ওয়ার্ড মনসাতলায় একটি পুকুর অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে দেখেন বিধায়ক। পুরসভার জঞ্জাল ফেলা হয়েছে পুকুরে। বিধায়ক বলেন, যেই করুক ব্যবস্থা নেওয়া হবে। এরপর ১৪ নম্বর ওয়ার্ড কদমতলা এলাকার একটি পুকুর ভরাট দেখতে যান। ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা সরকার বিধায়ককে পুকুর বোজানোর খবর দেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জলাশয়টি বোঝানো হচ্ছে। বাইক নিয়ে মাঝে মধ্যে বহিরাগতরা আসে চক্কর দেয়। ভয়ে কেউ কিছু বলতে পারে না। গতকাল আবার রাবিশ ফেলা হয় পুকুরে।
পুলিশ ও সংশ্লিষ্ট দফতর ব্যবস্থা না নিলে রাস্তায় নেমে এর বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেন বিধায়ক।