বোমা চাই বোমা? অনলাইনে ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দ মতো বোমা…

অনলাইনে কেনাকাটা করতে যারা অভ্যস্ত তাদের কাছে একদম নতুন এক প্রডাক্ট নিয়ে এসেছেন পূর্ব বর্ধমানের এক বাসিন্দা। তিনি অনলাইনে বোমার ব্যবসা করছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। বোমা। না না কোনও খেলনা বোমা নয়! সত্যি বলছি বিভিন্ন মাপের, বিভিন্ন ক্ষমতা সম্পন্ন সতেজ বোমা তৈরি করে অনলাইনে ডেলিভারি দিচ্ছেন তিনি।


কীভাবে অললাইনে পাওয়া যায় এই বোমা?


বিভিন্ন মাপের বিভিন্ন ক্ষমতাসম্পন্ন ‘প্রডাক্ট’ আছে। প্রথমে ছবি দেখে পছন্দ করতে হবে। পছন্দ হলে আপনি পেয়ে যাবেন তার বিষয়ে বিস্তারিত তথ্য। এবার দাম দস্তুরের পালা। বেশি নিলে আছে স্পেশাল ডিসকাউন্ট। মালিকের সঙ্গে দামাদামি করার সুযোগও আছে। সব ঠিকঠিক হলে পেয়ে যাবেন হোম ডেলিভারি। টাকাও পেমেন্ট হবে অনলাইনে।

 অনলাইনে বোমা


বোমার দাম কত?


বোমার আকার আয়তন ও কার্যকারিতা অনুযায়ী দাম নির্ধারন করা হতো। সুতলি বোমা নিতে হলে ২৫০ টাকা। কৌটো বোমার নির্ধারিত দাম ৪৫০ টাকা। তবে বেশি নিলে দাম কম করা হতো।


অবিশ্বাস্য মনে হলেও এমনই ব্যবসা চালাচ্ছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার মূলটি এলাকার একটি দল। যাদের মধ্যে মকবুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

বোমা উদ্ধার
বোমা উদ্ধার


বেশ কিছুদিন ধরেই বোমার ব্যবসার খবর ছিল জেলা পুলিশের কাছে। কিন্তু কেনাবেচার এমন অত্যাধুনিক প্রক্রিয়ার কথা হয়ত দুদে পুলিশ কর্তারাও ভাবতে পারেননি। তাই সঠিক তথ্য পেতেও তাদের অনেকটা সময় লাগে। অবশেষে মঙ্গলবার অভিযুক্তের বাড়িতে তল্লাসী চালিয়ে বেশ কিছু বোমা উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ির শৌচালয়ের ছাদ থেকে উদ্ধার হয় সুতলি ও কৌটো বোমা। ধৃতের মোবাইল হাতে আসতেই চক্ষু চরকগাছ তদন্তকারী পুলিশকর্তাদের। ফোন ঘেটে ও তাকে জিজ্ঞাসাবাদ করেই এই সমস্ত তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। এই বোমা কোথায় ও কারা তৈরি করত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এই ঘটনার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্জা। বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে, দুয়ারে রেশন, দুয়ারে সরকারের পর এর দুয়ারে বোমা প্রকল্পও চালু হয়েছে রাজ্যে। তৃণমূলের তরফে অবশ্য পাল্টা দাবি করা হয়েছে পুলিশ কাজ করছে বলেই এই বেআইনি ব্যবসা ধরা পড়েছে।