নিজস্ব সংবাদদাতা- বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে সর্বত্র। আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত সভার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী তিনি দলীয় কর্মীদের প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি।
এর আগে শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির একাধিক নেতার বক্তব্য থেকে মনে করা হয়েছিল সম্ভবত ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশন সূত্রে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।
সরকারের নির্দিষ্ট পাঁচ বছরের মেয়াদ ধরলে মে মাসের প্রথমদিকে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করার কথা। সে ক্ষেত্রে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পূর্ণ ভোট প্রক্রিয়া সেরে ফেলা জরুরী। মাস কয়েক আগে রাজনৈতিক মহলের একাংশ মনে করছিলেন ফেব্রুয়ারির শেষের দিকে সম্ভবত নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন।
কিন্তু এবারে গোড়া থেকেই দেখা যাচ্ছে রাজ্যের নির্বাচন পরিচালনা করা নিয়ে অত্যন্ত কড়া অবস্থান গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর আগেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন হলেও মূল দায়িত্বে থাকত রাজ্য পুলিশ। কিন্তু কমিশন সূত্রে যা জানা গিয়েছে তাতে এবারে সম্ভবত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করার জন্য মূল দায়িত্বে থাকতে পারে কেন্দ্রীয় বাহিনী। সেক্ষেত্রে রাজ্য পুলিশ কেবলমাত্র সহকারীর ভূমিকায় থাকবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের পদস্থ আধিকারিকদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কোনোরকম গাফিলতি বা পক্ষপাত দুষ্ট আচরণ করা হলে এবারে আর বদলি নয়, সার্ভিস বুকে লাল কালির দাগ দেওয়া হবে। এমনকি রাজ্যে কমিশনের যে অফিস আছে সেখানকার তিনজন পদস্থ কর্মকর্তাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে অন্যান্যবারের থেকেও অনেক কড়া ভাবে নির্বাচন পরিচালনা করতে চলেছে কমিশন।
যেহেতু অনেক বেশি কড়াকড়ি হওয়ার সম্ভাবনা আছে এবারের নির্বাচনে এবং করোনা বিধি মেনেই পুরো ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে, তাই ভোট বিশেষজ্ঞদের একাংশের ধারণা আগেরবারগুলির থেকে অনেক বেশি ধাপে এবারের ভোট গ্রহণ করা হবে। সে ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়ার দিন বৃদ্ধির সম্ভাবনা বাড়াটাই স্বাভাবিক। তাই ফেব্রুয়ারির মাঝামাঝি ভোট ঘোষণার সম্ভাবনা দেখা গিয়েছিল।
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার থেকে ৭-৮ দিনের মধ্যে ভোট ঘোষণার সম্ভাবনার কথা জানিয়ে বলেন, “আগামী সাত থেকে আট দিনের মধ্যেই সম্ভবত ভোট ঘোষণা হয়ে যাবে। নতুন করে আর কোনো কাজ তখন আমরা করতে পারব না। কিন্তু আরও কিছু প্রকল্প রূপায়ণ করা জরুরি। ভোট মিটলেই সেগুলিতে আমরা হাতে হাত দেবো, আমরাই আবার সরকার গড়ব।”