নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাঁ পায়ের চোট গুরুতর হওয়ায় করা হয়েছে প্লাস্টার। তৃণমূল সুপ্রিমোর আঘাত নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। সেই তরজার মাঝেই আজ হুইলচেয়ারে চেপে দলীয় প্রচারে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘাসফুল সূত্রের খবর, আজ ফের প্রচারে যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পা এখনও সম্পূর্ণ ঠিক না হওয়ায় হুইলচেয়ারে চড়ে প্রচার চালাতেই দেখা যাবে তাঁকে। আজ কলকাতায় গান্ধী মূর্তি থেকে হাজরা মোড় পর্যন্ত একটি রোড শোয়ে যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আয়োজিত জনসভায় বক্তৃতা দিতেও দেখা যাবে তাঁকে।

বস্তুত, গত বুধবার নন্দীগ্রামে প্রচার কালে বাঁ পায়ে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। তাঁর পায়ে প্লাস্টারের ছবি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।আগামী ২ মে ভোটের ফল ঘোষণার দিন এই আঘাতের জবাব রাজ্যবাসী দেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ঘটনার পর তৃণমূলের তরফ থেকে অভিযোগ উঠেছিল, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই আক্রমণ করা হয়েছে তাঁদের দলনেত্রীকে। মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন চার পাঁচ জন মিলে তাঁকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। কিন্তু পরবর্তীতে ঘটনার তদন্ত যতই এগিয়েছে আক্রমণের তত্ত্ব ততই ফিকে হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আঘাত নিছক দুর্ঘটনা।

উল্লেখ্য হাসপাতালে থাকাকালীন একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তাঁকে কিছুদিন হুইলচেয়ারে কাটাতে হতে পারে। শুক্রবারই হাসপাতাল থেকে ছুটি পান তিনি। বেরোনোর সময় তাঁর পায়ে পড়া ছিল ‘বিশেষ চটি’।আজ রবিবারই হুইলচেয়ারে মুখ্যমন্ত্রীর ভাষণের সাক্ষী থাকবে বাংলা।