গ্ল্যামার ওয়ার্ল্ড হল এক ধরনের অদৃশ্য মাঠ। এখানে ব্যাট থাতে কাউকে ৪ ৬ মারতে না দেখা গেলেও সৌন্দর্য্য আর অভিনয়ের খেলায় অনেকেই  ৪, ৬ মেরে  চলছে প্রতনিয়ত। কে কাকে টাক্কে দেবে এই লড়াইয়ে মত্ত থাকে সকলেই। সামনাসামনি কেউ কাউকে ইর্ষা না করলেও মনে মনে যে দ্বন্দ্ব চলে জে মুখে না বলেলেও অন্যন্য ভাবে প্রকাশ পায়।  যাকে বলা হয়  সেয়ানে সেয়ানে টক্কর।  আর এই টক্করের খেলায় সম্প্রতি ব্যাট করছে রচনা ব্যানার্জী আর  আউট করার স্ট্রেটেজি নিয়ে  বোলিং করতে নেমেছে শ্রাবন্তী।

বরাবরই এই দুই রমণী তাঁদের রূপের ধারে সকলকেই ঘায়েল করেছে কেউই কারোর থেকে কম যায় না কোন মাত্রায়। আর অভিনয়ে দুজনেই সেরা। কিন্তু তাঁদের মধ্যে যে এক প্রকাশ্য  লড়াই  তৈরি হয়েছে  তা কারোরই দৃষ্টির গোচরে যায় নি।  সিনেমার ময়দানে রচনাকে বোন্ড করেছে শ্রাবন্তী বেশ অনেক আগেই। বর্তমানে সিনামার পর্দায় রচনাকে কম শ্রাবন্তীকে বেশী দেখা যায়। কিন্তু রচনাও যে পিছিয়ে পড়ার মানুষ না তা সে  গোয়েন্দা গোগোল ও রামধনু সিনেমার মাধ্যমে অসাধারণ কামব্যাক করে বুজিয়ে দিলেও আবার যেন সিনেমা জগতে তার আলো দপ করে কোথায় নিভে গেল। তেলেগু, তামিল, উড়িয়া, হিন্দি মিলিয়ে মোট ৭৫ টি সিনেমা রচনার ঝুলিতে রয়েছে। কিন্তু অপরদিকে শ্রাবন্তীর দৌড় কমে নি।  সে রচনার মতো বেশী সংখ্যক সিনেমা না করলেও ৩৫ টির বেশী সিনেমায় নিজের নাম খোদাই করেছে এবং বর্তমানেও  সে মাইলকে মাইল দৌড়ে যাচ্ছে।

শ্রাবন্তী সিনেমার মাঠে স্কোরিং এর দিক থেকে তেমন ভাবে জিততে না পারলেও বোলিং স্ট্রেটিজি তা একটু অন্য রকম করেছে। ২০১০ রচনা তার রিয়ালিটি শো দিদি নাম্বার ১ এর মধ্যে দিয়ে টেলিভিশন জগতে  আসে যা ২০২০ তে ১০ বছরে পদার্পন করল।  এখানেও শ্রাবন্তী রচনার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হাল্কাভাবে। শ্রাবন্তী আবার রিয়েলিটি শোয়ের মাঠে নেমে পড়েছে, সুপারস্টার পরিবারের মধ্যে দিয়ে সে রিয়েলিটি শোয়ের মাটি সে শক্ত করে নিয়েছে। ফলে দুই জনপ্রিয় চ্যানেলে দুই জনপ্রিয় তারকার সংঘাত। সময়ের ব্যাবধান ও বেশী নয়। একটি চলাকালীন অপরটি শুরু। তাই দর্শক কোন শো কে বেশী প্রাধান্য দিচ্ছে তা দেখার বিষয়।  ফলে এই উড়ন্ত চ্যালেঞ্জের ধাক্কা রচনা কতটা সামলাতে পারবে সেটা জানতে সকলেই মুখিয়ে আছে। 

প্রোফাশনাল দিক থেকে বেরিয়ে যদি পার্সোনাল লাইফের দিকে উঁকি দেওয়া হয় তাহলে দেখা যাবে সেখানেও রান আউট করেছে রচনাকে শ্রাবন্তী। বিবাহের দিক দিক থেকে শ্রাবন্তীই টপে আছে। তাই প্রফেশনাল থেকে পার্সোনাল  সব দিক বিচার করলে দেখা যাবে শ্রাবন্তী কিন্তু রচনাকে সত্যি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।