নিজস্ব সংবাদদাতা: গত ৭ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশে এসে গেরুয়া শিবিরে যোগদান করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, আসন্ন বিধানসভা নির্বাচনে কি মিঠুন চক্রবর্তী বিজেপির প্রার্থী হচ্ছেন? মূলত ‘মহাগুরু’র বিজেপি যোগের পর থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমস্ত মহলে। এই নিয়ে আলোচনার মাঝেই মিঠুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জল্পনা উসকে দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
শুক্রবার শিলিগুড়িতে বিজেপির যোগদান কর্মসূচি ছিল। সেখানে এদিনে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন দাপুটে বাম নেতা শঙ্কর ঘোষ। যোগদান কর্মসূচির শেষে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেখানে মিঠুন চক্রবর্তীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেতা বলেন, “মিঠুনজির এখন সামান্য কিছু শারীরিক অসুস্থতা রয়েছে, তাই এখনও প্রার্থী হওয়া নিয়ে তাঁর সঙ্গে সেভাবে কোনও কথা হয়নি। তবে উনি যদি ইচ্ছে প্রকাশ করেন সেক্ষেত্রে দলের সঙ্গে কথা বলা হবে। বা দল যদি চায় সেবিষয়েও আলোচনা করা হবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে।”
এদিন কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, আগামী এপ্রিল মাস থেকে শুটিং বন্ধ রেখে বিজেপির হয়ে প্রচারে নামবেন ‘মহাগুরু’। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন তিনি। উল্লেখ্য, ৭ মার্চ ব্রিগেডে মেগা সভায় গেরুয়া শিবিরে যোগ দিয়েই অভিনেতা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি এপ্রিল থেকে প্রচারে নামবেন। এছাড়াও সেদিন সোনার বাংলা তৈরির আশ্বাসও দেন।
এরপর সেদিনের সভায় তৃণমূলের সঙ্গে থাকার সিদ্ধান্তকেও ভুল বলে স্বীকার করেন তিনি। পাশাপাশি ভূয়সী প্রশংসা করেন মোদী সরকারের। যোগদানের পরই মিঠুনের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কানাঘুষো শুরু হয়। যদিও প্রথম থেকেই এই বিষয়ে মুখ খোলেননি মিঠুন। বিজেপির তরফেও এতদিন সেই অর্থে কোনও মন্তব্য করা হয়নি। তবে এদিনের কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে মিঠুনের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা আরও তীব্র হল। বিজেপির পূর্ণ প্রার্থী তালিকা এখনও প্রকাশ হয়নি। আজ কৈলাসের মন্তব্যের পর সেই তালিকায় মিঠুনের নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে।