নিজস্ব সংবাদদাতা: জল্পনাম শিলমোহর পড়ে গিয়েছিল আগেই। একুশের ভোটের আগে রবিবারের মেগা ব্রিগেডে সেই জল্পনার অন্যথা হল না। প্রত্যাশা মতোই ব্রিগেড থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী।

এদিন প্রধানমন্ত্রী ব্রিগেড পৌঁছোনোর আগেই বিজেপিতে যোগ দিয়েছেন ‘মহাগুরু’ মিঠুন। ব্রিগেডে তিনি হাজির হয়েছিলেন ধুতি পাঞ্জাবি পড়ে, খাঁটি বাঙালিয়ানার বিজ্ঞাপন ছিল তাঁর উপস্থিতিতে ভরপুর। বিধানসভা ভোটের আগে একদিকে যখন ভারতীয় জনতা পার্টিকে ‘বহিরাগত’ তকমা দিয়ে বিরোধিতায় মেতেছে তৃণমূল কংগ্রেস, তখন সেই বাঙালিয়ানাকেই সবচেয়ে বড় হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। এদিন মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতেও সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

ভোটের মুখে এভাবে বাঙালিয়ানাকে হাতিয়ার করে মিঠুন চক্রবর্তীকে দলে নিয়ে ঠিক কোন খেলা খেলতে চাইছে বিজেপি? তবে কি গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রীর মুখ ‘মহাগুরু’ই? শুরু হয়ে গেছে একাধিক নতুন জল্পনা। এর আগে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন “বাংলার ভূমিপূত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে”। এমতাবস্থায় মিঠুন চক্রবর্তীর সুপারস্টার সুলভ জনপ্রিয়তা পদ্ম শিবিরে লাভের খাতাকেই আরো সমৃদ্ধ করবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবতের উপস্থিতিতে ছড়িয়েছিল গুঞ্জন। সেই জল্পনাকে সত্যি করেই আজ রবিবারের মেগা ব্রিগেডে বিজেপিতে গেলেন ‘মহাগুরু’। গতকাল গতকাল কলকাতার বেলগাছিয়ায় মিঠুন চক্রবর্তীর বাসভবনে অভিনেতার সঙ্গে দেখা করেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। দীর্ঘক্ষণ আলোচনার পর মহাগুরুর বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁর বিজেপিতে যোগদানের কথা একপ্রকার নিশ্চিত করেন গেরুয়া সম্পাদক। এবার মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে কতটা গুরুত্বপূর্ণ হয় মিঠুন চক্রবর্তীর নাম, তা জানতে মুখিয়ে আছে জনতা।